Nitish Kumar Comments : অখিলেশের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী পদ নিয়ে মন্তব্য নীতীশের

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুপুরে কলকাতায় বৈঠক করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)৷ এরপরেই ডেপুটিকে নিয়ে চললেন লখনউ৷

Nitish Kumar and Akhilesh Yadav Discuss PM Post

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুপুরে কলকাতায় বৈঠক করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)৷ এরপরেই ডেপুটিকে নিয়ে চললেন লখনউ৷ বিরোধী জোট তৈরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই শরিককে কাছে পেতে একই দিনে রুদ্ধদ্বার বৈঠক সারলেন জেডিইউ প্রধান৷

এরপরে জানালেন, আমার ক্ষমতা ও পদের কোনও লোভ নেই। আমি কেবল দেশের ভালোর জন্য কাজ করতে চাই। আজ এটা স্পষ্ট করে দিতে চাই যে, আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনও ইচ্ছা নেই।

যেভাবে সমস্ত বিরোধী দলগুলিকে এক ছাদের তলায় আনার জন্য উদ্যোগ হয়েছেন নীতীশ কুমার, তাতে অনেকেই মনে করেছিলেন মোদির পরিবর্তে বিরোধী মুখ নীতীশ কুমার৷ রাজনৈতিক মহলে তাঁকে নিয়ে জল্পনা শুরু হলেও নীতীশ জানতেন সমস্ত দলগুলির সহমত নেই৷ তাই জোট যাতে ভেস্তে না যায়, সকলকে এক সূত্রে বাঁধতেই এহেন মন্তব্য করে বসলেন তিনি৷

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর নীতীশ কুমার বলেন, দুই পক্ষের বৈঠক ইতিবাচক হয়েছে। আগামীদিনে সমস্ত দলগুলি একজোট হয়ে বৈঠক করবে। এমনটাও বার্তা দিয়েছেন দুই পক্ষ৷ এরপর অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেন নীতীশ ও তেজস্বী৷

এরপর অখিলেশ যাদব বলেন, আমরা অধিকাংশ রাজনৈতিক দল একসঙ্গে কাজ করব। বিশেষত, আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতিতে আমরা সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে কাজ করব৷ একইসঙ্গে জোট-বার্তাকে স্বাগত জানিয়ে অখিলেশের মন্তব্য, গণতন্ত্র ও সংবিধান বাঁচাতে আমরা আপনার সঙ্গে আছি।