Salman Khan Night: সলমন খান নাইট নিয়ে মাতোয়ারা ইস্টবেঙ্গল, ক্লাবে বিশেষ কাউন্টার

ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উৎযাপনের ক্ষেত্রে সলমন খানকে নিয়ে একটি মেগা ইভেন্ট আয়োজন করার পরিকল্পনা ছিল ক্লাব (Salman Khan Night) কর্তাদের।

Salman Khan performing on stage at East Bengal Club's event

ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উৎযাপনের ক্ষেত্রে সলমন খানকে নিয়ে একটি মেগা ইভেন্ট আয়োজন করার পরিকল্পনা ছিল ক্লাব (Salman Khan Night) কর্তাদের। তবে সেই সময় করোনা পরিস্থিতি জোরদার থাকার ফলে পিছিয়ে দিতে হয় সমস্ত কিছু। বর্তমানে অনেকটাই স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। তাই চলতি বছরের মে মাসে শহরে আসছেন বলিউডের ভাইজান।

তবে তিনি একানন। বলি পাড়ার আরও একগুচ্ছ অভিনেতা ও অভিনেত্রীদের আশার কথা রয়েছে এই অনুষ্ঠানে। যাদের মধ্যে রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ, সোনাক্ষী সিনহা, প্রভু দেবা, আয়ুষ শর্মা ও কামাল খান সহ আরও অনেকে। তাই এখন থেকেই টিকিট সহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হতে চলেছে ক্লাবের তরফ থেকে। সেই নিয়েই আজ সাংবাদিক বৈঠক করা ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে।

এক্ষেত্রে বিশেষ ইভেন্ট সংস্থা হোয়াটস দ্য নেম এই গোটা শোয়ের দায়িত্বে রয়েছে। পাশাপাশি টিকিট বন্টনের দায়িত্বে রয়েছে পেটিএম ইনসাইডার। এক কথায় বলতে গেলে ইস্টবেঙ্গল ক্লাব ও ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে এই শো। যার জন্য কয়েকদিন আগেই ক্লাব তাঁবু পরিদর্শন করে গেছেন ম্যানেজমেন্টের সদস্যরা। এই প্রসঙ্গে আজ লাল-হলুদ কর্তা রূপক সাহা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন।

   

পাশাপাশি, ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তা রাজদীপ চক্রবর্তী বলেন, এই শো টি আমরা আপামর লাল-হলুদ পরিবারের সদস্যদের উপহার দিতে চাই। যাতে সবাই শতবর্ষের উৎযাপনের পাশাপাশি এই অনুষ্ঠানটি ও উপভোগ করতে পারেন। এছাড়াও টিকিট সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, আমরা কাল থেকেই লাল-হলুদ তাঁবুতে প্রথম টিকিট কাউন্টার চালু করছি। যেখানে ৯৯৯ টাকা থেকে শুরু করে একেবারে ২৫ হাজার টাকার টিকিট পাওয়া যাবে।

তবে কেউ যদি ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের মেম্বারশিপ কার্ড দেখায় তাহলে যেকোন টিকিটের ক্ষেত্রে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। এছাড়াও কলকাতার শহরের অন্যতম জনপ্রিয় মার্কেট গুলির আশেপাশে ও টিকিট কাউন্টার বসানোর কথা চলছে। পূর্বে ইস্টবেঙ্গল ক্লাবে আসার কথা থাকলেও করোনার জেরে তা বাতিল হয়ে যায়। তবে এখন অনেকটাই স্বাভাবিক সমস্ত কিছু। তাই আগামী ১৩ ই মে ইস্টবেঙ্গল ক্লাবে হতে চলেছে সলমন খান নাইট।