JP Nadda: ‘মমতার মজবুর সরকারের আমলে সীমাহীন দুর্নীতি’, অধীর গড়ে হুঙ্কার জেপি নাড্ডার

ভোট বাজারে এবার অধীর রঞ্জন চৌধুরীর গড় বহরমপুরে এসে নির্বাচনী আবহাওয়া আরও গরম করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। আজ রবিবাসরীয় দুপুরে বহরমপুরে…

ভোট বাজারে এবার অধীর রঞ্জন চৌধুরীর গড় বহরমপুরে এসে নির্বাচনী আবহাওয়া আরও গরম করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। আজ রবিবাসরীয় দুপুরে বহরমপুরে জনসভায় গর্জন করলেন নাড্ডা।

আজ তিনি নতুন করে বাংলার শাসক দলকে কাঠগড়ায় তুলে বলেন, ‘মমতার শাসনে বাংলায় কুশাসন চলছে। মমতার মজবুর সরকারের আমলে সীমাহীন দুর্নীতি হয়েছে। অন্যদিকে মোদীজির শাসনকালে দুর্নীতির চিহ্ন নেই। বাংলাকে বদনাম করেছে তৃণমূল সরকার। আমরা আই মজবুত সরকার আর মমতাদি চান মজবুর সরকার। একদিকে যখন বিশ্বের উন্নত দেশগুলির আর্থিক নীতি বেসামাল সেখানে মোদীজির আমলে ভারত ঝকমকে রত্ন।’

   

এদিন জেপি নাড্ডা আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে জঙ্গিদের প্রশ্রয় দেওয়া হয়েছে। বাংলায় মোদীজির পাঠানো চাল, ডালও চুরি করে নিচ্ছে এই তৃণমূল। বাংলার ৬ কোটি মানুষকে প্রতিদিন বিনামূল্যে রেশন দিচ্ছে মোদী সরকার। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সহায়তার হার বাড়িয়েছেন মোদীজি। দেশের রফতানি বেড়েছে ১৩৮ শতাংশ। মমতাদি এমন এক সরকার গড়তে চান যারা জঙ্গিদের সঙ্গে আপোস করুক। কিন্তু মোদীজি জঙ্গিদের ঘরে ঢুকে মারে। বাংলার মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও বাংলায় মহিলারা সুরক্ষিত নন। শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা মুখ্যমন্ত্রীর এই ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আয়ুষ্মান ভারত প্রকল্প বাংলায় চালু করে দেননি মমতা। গরীবদের জমি হাতিয়ে নিয়েছে মমতা সরকার।’