চিনকে হারাতে ভারতের ব্রহ্মোস কিনছে ফিলিপাইন্স

চিনকে রুখতে এবার ভারতের কাছ থেকে বিশ্বের দ্রুততম সুপারসনিক অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল ব্রহ্মোস কিনছে ফিলিপাইন্স। এই অত্যাধুনিক মিসাইল কেনার জন্য শুক্রবার নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে…

চিনকে রুখতে এবার ভারতের কাছ থেকে বিশ্বের দ্রুততম সুপারসনিক অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল ব্রহ্মোস কিনছে ফিলিপাইন্স। এই অত্যাধুনিক মিসাইল কেনার জন্য শুক্রবার নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে ফিলিপাইন্সের চুক্তি চূড়ান্ত হয়। ফিলিপাইন্স ভারতের কাছ থেকে ব্রহ্মোস কিনতে ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ২৭৭০ কোটি টাকার এই চুক্তি করেছে।

বেশ কয়েক বছর ধরে দক্ষিণ চিন সাগরে বেজিং তাদের দখলদারি বাড়িয়ে চলেছে। চিনের এই ভূমিকায় আমেরিকা-সহ বিশ্বের একাধিক দেশ প্রবল ক্ষুব্ধ। যার মধ্যে ফিলিপাইন্সও আছে। চিনের এই দাদাগিরি রুখতেই এই দ্বীপরাষ্ট্র ভারতের দ্বারস্থ হয়। সে কারণেই তারা তড়িঘড়ি ব্রহ্মোস কেনার চুক্তি সেরে ফেলল। ব্রহ্মোস গতিবেগ শব্দের গতিবেগের থেকে ৩ গুণ দ্রুত। ব্রহ্মোসের গতিবেগ ঘণ্টায় ৪৩২১ কিলোমিটার। শত্রুপক্ষের যে কোনও নিশানার উপর একেবারে নির্ভুলভাবে আঘাত হানতে পারে এই অত্যাধুনিক যুদ্ধাস্ত্র।

ব্রহ্মোস কেনার ব্যাপারে ফিলিপাইন্সের প্রতিরক্ষামন্ত্রক আগেই এরোস্পেস প্রাইভেট লিমিটেডের সঙ্গে প্রাথমিক চুক্তি সেরে ফেলেছিল। এদিন সেই চুক্তিই চূড়ান্ত হল। ফিলিপাইন্সের এই সিদ্ধান্তকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহল। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতের অত্যাধুনিক সুপারসনিক এই মিসাইল তৈরি করেছে। কূটনৈতিক মহল মনে করছে, আগামী দিনে ইন্দোনেশিয়া, ভিয়েতনামের মত দেশও ফিলিপাইন্সের দেখানো পথে হেঁটে ব্রহ্মোস কেনার জন্য আসতে পারে ভারতের কাছে। ফলে চিনের উপর নিশ্চিতভাবেই চাপ আরও বাড়বে। এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার একাধিক দেশ চিনের বিরুদ্ধে একজোট হচ্ছে। যা অবশ্যই বেজিংয়ের প্রতি কড়া বার্তা বলে মনে করছে কূটনৈতিক মহল।