Hugo Boumous: ইন্ডিয়ান সুপার লিগের নতুন ক্লাবে যোগ দিতে পারেন হুগো

মরসুমের মাঝপথে ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League) স্কোয়াড থেকে হুগো বুমোসকে (Hugo Boumous) বাদ দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এরপর আর মাঠে নামতে পারেননি তিনি।…

Hugo Boumous

মরসুমের মাঝপথে ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League) স্কোয়াড থেকে হুগো বুমোসকে (Hugo Boumous) বাদ দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এরপর আর মাঠে নামতে পারেননি তিনি। ভারতে খেলা সেরা বিদেশি মিডফিল্ডারদের মধ্যে খেলা অন্যতম বিদেশি হুগো বুমোস। আগামী মরসুমে তিনি যোগ দিতে পারেন আইএসএল-এর অন্য কোনও ক্লাবে।

মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে হুগো বুমোসের সম্পর্ক একেবারেই ছিন্ন হতে পারে। বদ বদল সংক্রান্ত জল্পনা অনুযায়ী, মোহনবাগানকে বিদায় জানিয়ে তিনি যোগ দিতে পারেন বেঙ্গালুরু এফসিতে। বেঙ্গালুরু এফসি ও হুগোর মধ্যে কথা অনেক দূর এগিয়েছে বলে মনে করা হচ্ছে।

   

সবুজ মেরুন ব্রিগেডের হয়ে প্রায় পঞ্চাশটি ম্যাচ খেলেছেন হুগো। ২০২১-২২ মরসুম থেকে যুক্ত ছিলেন কলকাতার ক্লাবের সঙ্গে। বাগানের হয়ে জিতেছেন ডুরান্ড কাপ ২০২৩, ইন্ডিয়ান সুপার লিগ ২০২২-২৩। হুয়ান ফেরান্দো মোহনবাগানের কোচ থাকার সময় প্রথম একাদশে নিয়মিত ছিলেন। অ্যাণ্টনিও লোপেজ হাবাস দায়িত্ব নেওয়ার পরেই দলে গুরুত্ব হারিয়েছিলেন হুগো।

হুগোকে বাদ দিয়ে জনি কাউকোর ওপর আস্থা রেখেছিলেন লোপেজ। হাবাস। কোচের আস্থার মর্যাদা রেখেছেন ফিনল্যান্ডের মিডফিল্ডার। আগামী মরসুমে সবুজ মেরুন জার্সি পরে হুগোর খেলার সম্ভাবনা কম। বয়স এখনও তিরিশের কোঠায় পৌঁছায়নি। এখনও নতুন কিছু দেওয়ার মতো ক্ষমতা রয়েছে তাঁর মধ্যে।

চলতি মরসুমে বেঙ্গালুরু এফসি প্রত্যাশা মতো খেলতে পারেনি। প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি এক সময়কার চ্যাম্পিয়ন দল। বেঙ্গালুরু যে নতুন বিদেশি ফুটবলার সই করাবে সেটা অনুমেয়। বুমোস তাদের স্কোয়াডে হতে পারেন আগামী মরসুমের সংযোজন।