Mohun Bagan: সবুজ-মেরুনের ফিটনেস কোচের দায়িত্ব নিলেন স্প্যানিশ তারকা

গতবারের ফুটবল মরশুমে সকলকে চমকে দিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান দল (Mohun Bagan)। যা নিয়ে খুশি আপামর সবুজ-মেরুন জনতা।

Mohun Bagan SG

গতবারের ফুটবল মরশুমে সকলকে চমকে দিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান দল (Mohun Bagan)। যা নিয়ে খুশি আপামর সবুজ-মেরুন জনতা। দলের এই সাফল্যের দরুন এবার এএফসি কাপে খেলার ছাড়পত্র ও উঠে এসেছে কলকাতার এই প্রধানের কাছে। তাই গত মরশুমের সমস্ত ভুল ভ্রান্তি ত্যাগ করে নতুন মরশুমে দলকে আরও শক্তিশালী করাই মূল লক্ষ্য ম্যানেজমেন্টের। সেইমতো গত মরশুম জুড়ে একজন দক্ষ স্ট্রাইকারের অভাবের কথা মাথায় রেখেই এবছর আনা হয়েছে অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে।

এছাড়াও দলে এসেছেন ইউরোপা লিগ খেলা আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। এক কথায় বলতে গেলে দলের আক্রমণভাগকে শক্তিশালী করতে সব রকমের প্রয়াস দেখিয়েছে দল। এছাড়াও কিছুটা ব্যাক থেকে সাহায্য করার জন্য দলে থাকছেন আরেক অজি ফুটবলার দিমিত্রি পেট্রাতোস। যা দেখে রীতিমতো রাতের ঘুম ওড়ার মতো পরিস্থিতি টুর্নামেন্টের অন্যান্য দলগুলির।

   

তবে শুধু বিদেশী ফুটবলার নয়। দেশীয় ফুটবলার দলে টানার ক্ষেত্রে ও যথেষ্ট বিচক্ষণতা দেখা দিয়েছে ম্যানেজমেন্টের তরফে। নতুন মরশুমের কথা মাথায় ভারতীয় দলের অন্যতম তারকা ফুটবলার অনিরুদ্ধ থাপাকে সই করিয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। পাশাপাশি দলের রক্ষনভাগের কথা মাথায় রেখে এসেছেন তারকা ডিফেন্ডার আনোয়ার আলি।

এছাড়াও সবুজ-মেরুন দলের প্রাক্তন অধিনায়ক প্রীতম কোটালের সঙ্গে সোয়াপ ডিল করে দলে আনা হয়েছে আরেক তরুণ তারকা সাহাল আবদুল সামাদকে। দলবদলের বাজারে এক কথায় যা বিরাট চমক। এছাড়াও গতবারের তারকা ফুটবলার পোগবা ও রয়ে গিয়েছেন দলে। এবারের এই ফুটবল মরশুমে এই তারকাখচিত দল নিয়েই মাঠে লড়াই করবে মোহনবাগান।

তবে শুধু খেলোয়াড় নয়। এবার কোচ ও কোচিং স্টাফদের দিকেও দেওয়া হল বাড়তি নজর। পূর্বে জানানো হয়েছিল যে, বাগান ম্যানেজমেন্টের উদ্যোগে এবার স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দোকে সাহায্য করতে টিডি হিসেবে দলে যোগ দিচ্ছেন প্রাক্তন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। এবার সেই তালিকায় যুক্ত হল স্প্যানিশ তারকা সের্গি মোরেরার নাম। যতদূর জানা গিয়েছে , আসন্ন ফুটবল মরশুমের জন্য মোহনবাগান সুপারজায়ান্টস দলের ফিটনেস কোচ হিসেবে যুক্ত হতে চলেছেন তিনি। আপাতত একটি মরশুমের জন্য তাকে দায়িত্ব দেওয়া হলেও পরবর্তীকালে তার সাথে চুক্তি বাড়াতে পারে ম্যানেজমেন্ট।