Mohun Bagan: ডুরান্ড কাপের আগে বাগান সমর্থকদের জন্য সুখবর

মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের জন্য এখন সুখের সময়। একের পর এক মনে রাখার মতো মুহূর্ত সম্প্রতি পেয়েছেন তারা। খাতায় কলমে দলকে দেখাচ্ছে সুপার জায়ান্টের মতো।

Anwar Ali

মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের জন্য এখন সুখের সময়। একের পর এক মনে রাখার মতো মুহূর্ত সম্প্রতি পেয়েছেন তারা। খাতায় কলমে দলকে দেখাচ্ছে সুপার জায়ান্টের মতো। মাঠে নেমে কেমন পারফরম্যান্স করবে সেটা পরের কথা। আপাতত আরও এক স্বস্তির খবর।

চলতি ট্রান্সফার উইন্ডোতে মোহন বাগান সুপার জায়ান্টকে বিদায় জানিয়েছেন প্রীতম কোটাল। দলের রক্ষণে শূন্যস্থান ভরাট করতে নেওয়া হয়েছে আনোয়ার আলিকে। অনুশীলনের প্রথম দিনে দলের বাকিদের থেকে তুলনামূলক হালকা গা ঘামিয়েছিলেন তিনি। হালকা কিছু চোট ছিল তার। রবিবার পাওয়া আপডেট অনুযায়ী, মাঠে নামার জন্য একেবারে তৈরি হওয়ার পথে রয়েছে আনোয়ার। অন্য দিনের থেকে অনুশীলনে আরও চনমনে দেখিয়েছে তাকে। কেউ কেউ বলছেন আনোয়ার আলি এখন পুরোপুরি ফিট।

আপাতত মোহন বাগান সুপার জায়ান্ট যে দল গঠন করেছে তাতে বলতেই হয়, ইন্ডিয়ান সুপার লীগের অন্যতম সেরা অ্যাটাকিং থার্ড রয়েছে সবুজ মেরুন ব্রিগেডে। প্রথম একাদশের পাশাপাশি রিজার্ভ বেঞ্চে থাকবে একাধিক অপশন। গতবার আক্রমণভাগে যথেষ্ট লোক ছিল না প্রধান কোচ হুয়ান ফেরানদর হাতে। এবার তেমনটা নয়। গোল করার জন্য কিংবা ম্যাচের মোড় ঘোরানোর জন্য বেশ কয়েকজন ফুটবলারকে পেয়ে যাচ্ছেন বাগানের স্প্যানিশ কোচ।

কার্ল ম্যাক হিউয়ের বিদায় অনেককেই বিস্মিত করেছেন। কেরিয়ারে নতুন চ্যালেঞ্জ নিতে চান তিনি। ইতিমধ্যে বিদায় জানিয়েছেন সবুজ মেরুন ক্লাবকে। মাঝমাঠের পাশাপাশি দরকারে সেন্ট্রাল ব্যাক পজিশনে খেলে দিতে পারতেন তিনি। যেমনটা প্রীতম কোটাল, সাইড ব্যাকের পাশপাশি সেন্ট্রাল ব্যাক পজিশনে খেলার ব্যাপারে দক্ষ। ব্র্যান্ডন হমিল, আনোয়ার আলিদের পাশাপাশি সেন্ট্রাল ব্যাক পজিশনের জন্য হয়তো আরো একজন বিদেশীকে নিশ্চিত করবে ক্লাব।