TET Scam: নবান্নের সামনে চাকরীপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার

২০১৪ সালের টেট উত্তীর্ণ হওয়ার পরেও এখনও চাকরি মেলেনি। নিয়োগের ক্ষেত্রে চুড়ান্ত অনিয়ম হয়েছে। বুধবার টেট উত্তীর্ণদের বিক্ষোভে হলো ধুন্ধুমার।চাকরি প্রার্থী পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে কয়েকজনকে…

TET Scam: নবান্নের সামনে চাকরীপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার

২০১৪ সালের টেট উত্তীর্ণ হওয়ার পরেও এখনও চাকরি মেলেনি। নিয়োগের ক্ষেত্রে চুড়ান্ত অনিয়ম হয়েছে। বুধবার টেট উত্তীর্ণদের বিক্ষোভে হলো ধুন্ধুমার।চাকরি প্রার্থী পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে কয়েকজনকে আটক করা হয়েছে।

চাকরি প্রার্থীদের অভিযোগ, ২০১৪ সালে যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের নিয়োগ হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন চাকরি দেওয়া হবে। কিন্তু ঘোষণা কার্যকর হয়নি। চাকরি পার্থীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্বে থাকা মাণিক ভট্টাচার্যের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তুলেছেন। অভিযোগ, যারা পাশ করেনি তাদের চাকরি দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি।

Advertisements

২০১৪ সালে টেট পরীক্ষায় দুর্নীতি হয়েছে। বেআইনি ভাবে অনেককে নিয়োগ করা হয়েছে। এমন অভিযোগ তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলার বিরোধিতা করেছে রাজ্য সরকার। কেন এই মামলা গ্রহণযোগ্য নয় তা লিখিত আকারে রাজ্যের কাছ থেকে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।