East Bengal Club : চেন্নাইকে বুড়ো আঙুল দেখিয়ে ইস্টবেঙ্গলের পথে জাতীয় দলের ফুটবলার

দল বদলের বাজারে চমক দিতে পারে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। চেন্নাইয়ান ফুটবল ক্লাবে খেলা এক ফুটবলারকে নেওয়ার পথে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব। সই পর্ব…

দল বদলের বাজারে চমক দিতে পারে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। চেন্নাইয়ান ফুটবল ক্লাবে খেলা এক ফুটবলারকে নেওয়ার পথে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব। সই পর্ব চূড়ান্ত হলে আরও মজবুত হবে ইস্টবেঙ্গলের রক্ষণ।

কিছু দিন ধরে মিজোরামের জেরি লালরিনজুয়ালাকে নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। এক সময় ইন্ডিয়ান সুপার লিগ এবং আই লিগের সেরা উদীয়মান ফুটবলার কোন দলে যোগ দেন সে বিষয়ে ফুটবল প্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। বুধবার সকালে আগ্রহ কিছুটা প্রশমিত হতে পারেন। কারণ ময়দানে একাংশের অনুমান, আগামী মরশুমে লাল হলুদ জার্সি পরছেন জেরি।

   
East Bengal Club
লাল হলুদ তাঁবুর পথে মিজো ডিফেন্ডার।

সূত্র উদ্ধৃত করে এক ক্রীড়া সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, দুই বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল ক্লাবে যাচ্ছেন জেরি। মূলত রক্ষণ ভাগের ফুটবলার। উইং বরাবর দারুণ দৌড়ের জন্য সুনাম রয়েছে তাঁর। ওভারল্যাপে উঠে এসে আক্রমণে সাহায্য করার ক্ষেত্রেও ভূমিকা নিতে পারবেন।

চেন্নাইয়ান ফুটবল ক্লাবে দীর্ঘ দিন খেলার পর এবার তিনি দল বদল করতে পারেন বলে মে মাসে জানা গিয়েছিল। ২০১৬ সাল থেকে চেন্নাইয়ান ফুটবল ক্লাবের সদস্য জেরি। প্রায় একশোটি ম্যাচ খেলেছেন সেখানে। 

চেন্নাইয়ের ক্লাবে থাকার সময় জিতেছিলেন ইন্ডিয়ান সুপার লিগ। ২০১৭-১৮ মরশুমে লিগ সেরার শিরোপা পেয়েছিলেন। ব্যক্তিগতভাবে ২০১৬ সালের ইন্ডিয়ান সুপার লিগের সেরা উদীয়মান ফুটবলারের সম্মান পেয়েছিলেন জেরি লালরিনজুয়ালা। ২০১৬-১৭ আই লিগেও পেয়েছিলেন সেরা উঠতি ফুটবলারের সম্মান।