ISL: আপাতত স্থগিত মোহন-ইস্ট ডার্বি, কবে হতে পারে এই ফুটবল ম্যাচ?

গতমাসের মাঝামাঝি সময়ে প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) নয়া সময় সূচী। সেই অনুযায়ী গত ২১ তারিখ থেকে লড়াই শুরু করেছে আইএসএলের দলগুলি। বর্তমানে যা…

Durand

গতমাসের মাঝামাঝি সময়ে প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) নয়া সময় সূচী। সেই অনুযায়ী গত ২১ তারিখ থেকে লড়াই শুরু করেছে আইএসএলের দলগুলি। বর্তমানে যা পরিস্থিতি তাতে প্রায় তিনটি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে প্রায় প্রত্যেকটি দলের। তবে পরবর্তী সূচী নিয়ে প্রবল সমস্যা দেখা দিয়েছে বাংলার দুই প্রধানের মধ্যে।

যারমধ্যে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস। আসলে চলতি মাসের শেষের দিক থেকেই উৎসবের আমেজে মেতে উঠবে বঙ্গবাসী। তার মধ্যেই রয়েছে দুই হেভিওয়েটের খেলা। যা একটি কথায় বলতে গেলে প্রবল অস্বস্তিকর সকলের কাছে। তাছাড়া সেই সময় আবার বিশ্বকাপের খেলা ও রয়েছে ইডেনে। তাই কোনোভাবেই যে বাড়তি নিরাপত্তা দেওয়া সম্ভব নয় তা পরিষ্কার হয়ে গিয়েছিল অনেক আগেই।

   

যারফলে, সবদিক বিচার বিবেচনা করেই সরানো হয় ইস্টবেঙ্গল – গোয়া ম্যাচ। যেটি যুবভারতীর বদলে অনুষ্ঠিত হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। তবে আইএসএল ডার্বির নয়া দিনক্ষণ নিয়ে এখনি কিছু জানা যায়নি। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২৮ অক্টোবর মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতার দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল দলের। কিন্তু সেই সময়েই বঙ্গে রয়েছে লক্ষ্মী পুজো। পাশাপাশি বিশ্বকাপের মতো ইভেন্ট থাকায় নিরাপত্তা যে পাওয়া সম্ভব নয় সেকথা বলাই হয়েছে আগে।

যারফলে, একটা সময় কলকাতার বদলে কলিঙ্গ স্টেডিয়ামে ডার্বি আয়োজনের কথা ভাবা হলেও তা নিয়েও দেখা দেয় একাধিক সমস্যা। সেই কারনেই আপাতত স্থগিত থাকছে আইএসএল ডার্বি ম্যাচ।