Job Scam: ‘দেওয়ালে ঝুলন্ত বিধায়ক পিছনে সিবিআই’ বাম কটাক্ষে নাজেহাল তৃণমূল

বাম আমলকে ‘দুর্নীতির আঁতুড় ঘর’ বলা TMC বিধায়ক পাঁচিল থেকে ঝুলছেন! পিছনে সিবিআই দাঁড়িয়ে আছে। এমন ছবি নিয়ে সিপিআইএম শুরু করেছে কটাক্ষ। (Job Scam) ‘দেওয়ালে…

বাম আমলকে ‘দুর্নীতির আঁতুড় ঘর’ বলা TMC বিধায়ক পাঁচিল থেকে ঝুলছেন! পিছনে সিবিআই দাঁড়িয়ে আছে। এমন ছবি নিয়ে সিপিআইএম শুরু করেছে কটাক্ষ। (Job Scam) ‘দেওয়ালে ঝুলন্ত বিধায়ক’ নামে কটাক্ষের জেরে তৃণমূল নেতারা নীরব।

জানা গেছে, বড়ঞার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তার নিজের বাড়িতে শুক্রবার সিবিআই অফিসারদের দেখে পালাতে যান। তিনি পাঁচিল টপকে পালানোর মরিয়া চেষ্টা করেন। তাকে তাড়া করে সিবিআই। পরে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা বিধায়ককে পাকড়াও করে। শুক্রবার থেকে টানা জেরায় জেরবার বিধায়ক। নিয়োগ দুর্নীতির তদন্তে তার বাড়ি থেকে বিপুল নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই।

TMC MLA Jiban Krishna Saha detained in connection with SSC scam

রাজ্যে পরপর দুর্নীতির তদন্তে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক জেলে। চলছে তদন্ত। এতে সিপিআইএম লাগাতার কটাক্ষ করে চলেছে। পূর্বতন বাম জমানায় দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস মুখপাত্র বারবার দাবি করছেন সেই আমলের ফাইল খোলা হবে। সিপিআইএমের দাবি, মুখে অভিযোগ নয় প্রমাণ চাই দুর্নীতির। তবে এখনও পর্যন্ত পোক্ত প্রমাণ দিতে পারেনি তৃণমূল।

দলের তরফে বাম জমানার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছিলেন বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তিনি লিখেছিলেন, “সিপিআইএম মানেই দুর্নীতির আঁতুড় ঘর!২০০৯ সালে বাম আমলে শিক্ষা দুর্নীতি চরম শিখরে পৌঁছে গিয়েছিল। ক্যাগ(CAG)-এর অডিট রিপোর্টে ধরা পড়েছে সেই দুর্নীতির নীল নকশা! এরপরেও সিপিআইএম কোন মুখে মানুষের কাছে ভোট চাইতে যাবে? লজ্জা থাকলে নতমস্তকে নিজেদের ভুল স্বীকার করে নিক তারা সাধারণ মানুষের কাছে।”

বিধায়কের এই পোস্ট এখন মুর্শিদাবাদ সহ গোটা রাজ্যে তৃণমূল নেতাদের কাছে বিড়ম্বনার কারণ। এই পোস্ট নিয়েই বাম নেতারা ফের তৃণমূলকে কটাক্ষ করতে নেমে পড়েছেন।