East Bengal: রীতি মেনেই বারপুজো লাল-হলুদে, দল গঠন নিয়ে কী বললেন দেবব্রত সরকার?

চলতি ফুটবল মরশুমটা একেবারেই ভালো যাচ্ছে না ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal )। আইএসএলের প্রথম দিকে দলের পরিস্থিতি ঠিকঠাক থাকলেও সময় যত এগিয়েছে মুখ থুবড়ে পড়তে হয়েছে গোটা দলকে।

Decorated Bar Puja in East Bengal Club"

চলতি ফুটবল মরশুমটা একেবারেই ভালো যাচ্ছে না ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal )। আইএসএলের প্রথম দিকে দলের পরিস্থিতি ঠিকঠাক থাকলেও সময় যত এগিয়েছে মুখ থুবড়ে পড়তে হয়েছে গোটা দলকে। যারফলে, পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই নিজেদের অভিযান শেষ করতে হয়েছে স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেদের।

তবে এখানেই শেষ নয়। চলতি সুপার কাপে ও সমর্থকদের হতাশ করে চলেছে লাল-হলুদ ব্রিগেড। প্রথম ম্যাচে ওডিশা এফসির বিপক্ষে ১ গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও ম্যাচের শেষে পয়েন্ট ভাগাভাগি করেই খুশি থাকতে হয়েছে তাদের। তারপর এলো টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। যেখানে হায়দরাবাদ এফসির মুখোমুখি হতে হয়েছিল দলকে। সেখানে ও ৩-১ গোলে এগিয়ে থেকে ও ম্যাচ অমীমাংসিত ভাবেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। যারফলে সুপার কাপের সেমিফাইনালে ওঠা অনিশ্চিত হয়ে যায় দলে পক্ষে।

এই পরিস্থিতিতে আগামী মরশুমের জন্য ইস্টবেঙ্গলের মঙ্গল কামনাই একমাত্র লক্ষ্য সকলের। তাই পূর্ব ঘোষিত সূচি অনুসারে আজ সকাল ১০ টা নাগাদ ক্লাবের মাঠে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী বারপুজো। যেখানে উপস্থিত থাকতে দেখা যায় ক্লাবকর্তা দেবব্রত সরকার থেকে শুরু করে সৈকত গাঙ্গুলী সহ ইমামি ম্যানেজমেন্টের তরফ থেকে দেখা যায় দেবব্রত মুখোপাধ্যায়কে। এছাড়াও এই শুভ দিনে ক্লাবে আসেন বহু প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে ইমামি ইস্টবেঙ্গলের জুনিয়র দলের ফুটবলার মহিতোষ রায় ও দীপ সাহা সহ দলের কোচ বিনোজর্জ কে। পাশাপাশি ক্লাবের ক্যাফেটেরিয়ায় দেখা যায় লাল-হলুদের মহিলা ফুটবলারদের।

পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবব্রত সরকার বলেন, আমরা কোচের জন্যই এখনো অধির আগ্ৰহে অপেক্ষা করে আছি। উনি যে ক্লাবে আছেন সেখান থেকে পারমিশন আসার জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে। যদি পারমিশন না পাওয়া যায় তাহলে অন্যপথে আমরা এগোনোর চিন্তা করব। পাশাপাশি দল গঠন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বর্তমানে দেশের অধিকাংশ খেলোয়াড় চুক্তি বদ্ধ রয়েছে। তাই খেলোয়াড় কেনার ক্ষেত্রে আমাদের লগ্নিকারী সংস্থার সঙ্গে আলোচনার মারফত সিদ্ধান্ত নেওয়া হবে।