Job Scam:কাদা ঘেঁটে মোবাইল খুঁজছে সিবিআই, TMC বিধায়কের ঘরে দুর্নীতির বিপুল ডেটাবেস

জিজ্ঞাসাবাদে 'অত্যন্ত প্রভাবশালী' একজনের দিকে বারবার ইঙ্গিত দিচ্ছেন তৃণমূল বিধায়ক। কে সেই ব্যক্তি?

TMC leader Jiban Krishna Saha caught with job corruption manual
The image shows TMC leader Jiban Krishna Saha being escorted by authorities after being caught with a manual outlining corrupt practices related to job appointments during a raid by central forces. He is seen wearing a white shirt and black trousers, with his hands handcuffed behind his back.

৩,৪০০ প্রার্থীর তথ্য সহ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার (Job Scam) গোটা ডেটাবেস মিলল TMC বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) বাড়ি থেকে। তবে সিবিআইয়ের (CBI) নজরে বিধায়কের ফোন যা তিনি পুকুরে ফেলে দেন। পুকুরের জল মেরে পাঁক-কাদা ঘাঁটছে সিবিআই। মুর্শিদাবাদের বড়ঞাতে তীব্র চাঞ্চল্য।

বিধায়কের বাড়ির লাগোয়া পুকুরের পাশে মোবাইলের খোঁজে তল্লাশি চালাতে গিয়েই পাশের ঝোপ দুটি পড়ে থাকা ব্যাগে মেলে নিয়োগের বহু নথি। মনে করা হচ্ছে গ্রেফতার করা হতে পারে বড়ঞার তৃণমূল কংগ্রেস বিধায়ককে। সিবিএসই দেখে তৃ়ণমূল বিধায়ক পাঁচিল টপকে পালাতে গিয়ে ধরা পড়েন। তাকে শুক্রবার থেকে টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।

   

জানা গিয়েছে,এসএলএসটির গোটা নিয়োগ প্রক্রিয়ার ডেটাবেস মিলেছে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে। প্রায় ৩,৪০০ প্রার্থীর তথ্য মিলেছে। বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়ি থেকে মিলেছে নবম এবং দশম শ্রেণির চাকরিপ্রার্থীদের নাম এবং রোল নম্বর সমেত বিপুল নথি।

সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে ‘অত্যন্ত প্রভাবশালী’ একজনের দিকে বারবার ইঙ্গিত দিচ্ছেন তৃণমূল বিধায়ক। কে সেই ব্যক্তি? জানা গিয়েছে তদন্তের স্বার্থে সিবিআই এ বিষয়ে নীরব।

তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই পেয়েছে

  • বিধায়কের দুটি নোটপ্যাড
  • একাধিক কম্পিউটার
  •  কয়েকটি ল্যাপটপ
  • হাই স্পিড ওয়াইফাই কানেকশন
  • গুরুত্বপূর্ণ কিছু সফ্টওয়ার
  • মোবাইলের দুটি এক্সটারনাল স্টোরেজ

বিধায়কের বাড়িতে সিবিআই অভিযান নিয়ে তৃণমূল নীরব। সূত্রের খবর, বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করা হবেই এমনই ধরে নিয়ে প্রতিক্রিয়ার বয়ান প্রস্তুত করছে শাসক দল। শুক্রবার থেকে টানা জেরা চলছে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। নিয়োগ দুর্নীতির সিবিআই তদন্তে বিধায়ককে টানা জেরায় মুর্শিদাবাদ জেলা তৃণমুলে চাপা উত্তেজনা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন