East Bengal coach:লাল-হলুদ কোচ প্রসঙ্গে বিস্ফোরক ক্লাব কর্তা দেবব্রত সরকার

সুপার কাপ শেষ হতেই দল থেকে বাদ পড়বেন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। তা পুরোপুরি নিশ্চিত। কিন্তু কে হবেন দলের নতুন কোচ? কিংবা আগামী মরশুমে কার হাতে উঠবে লাল-হলুদের (East Bengal) দায়িত্ব, তা এখনো অজানা সকলের কাছে।

East Bengal official Debabrata Sarkar addressing the press conference

সুপার কাপ শেষ হতেই দল থেকে বাদ পড়বেন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। তা পুরোপুরি নিশ্চিত। কিন্তু কে হবেন দলের নতুন কোচ? কিংবা আগামী মরশুমে কার হাতে উঠবে লাল-হলুদের (East Bengal) দায়িত্ব, তা এখনো অজানা সকলের কাছে। গতমাস থেকে ময়দানে কান পারলেই উঠে আসছিল একাধিক কোচের নাম, যাদের মধ্যে ছিলেন হাবাস, কার্লোস কুয়াদ্রাত ও লোবেরার মতো একাধিক হাইপ্রোফাইল ব্যক্তিত্ব।

তবে সময়ের সাথে সাথে সবাই কে পিছনে ফেলে কোচ হওয়ার দৌড়ে সবার আগে উঠে আসেন স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। কয়েকদিন আগেই তার এজেন্টের তরফ থেকে জানা গিয়েছিল, লাল-হলুদে আসার জন্য নাকি মৌখিক সম্মতি জানিয়েছিলেন এই আইএসএল জয়ী কোচ। তারপর থেকেই নতুন করে আশার আলো দেখতে শুরু করে দলের সমর্থকরা। কিন্তু এবার তাকে চূড়ান্ত করা নিয়ে ও দেখা দেয় প্রবল সমস্যা।

বর্তমানে চিনের প্রথম ডিভিশন ক্লাব সিচুয়ান এফসির দায়িত্বে রয়েছেন সার্জিও লোবেরা। এজেন্টের মারফত আসার ইচ্ছে জানতে পেরেই নাকি তার কাছে চুক্তি পত্র পাঠায় ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। তবে পুরোনো ক্লাবের তরফ থেকে এখনো এনওসি না মেলায় চুক্তি পত্রে স্বাক্ষর করতে পারছেন না এই স্প্যানিশ কোচ। যারফলে, কোচ নিয়ে এখনো থেকে গিয়েছে ধোঁয়াশা। মনে করা হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।

তবে অনেকেই মনে করেছিল, আজ নববর্ষের দিনেই হয়ত নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করবেন লাল-হলুদ কর্তারা। কিন্তু সেরকম কোনো কিছুই ঘটতে দেখা গেল না আজ। বার পুজোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাব শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করছি। তবে কোচের সঙ্গে পুরোনো ক্লাবের চুক্তি থাকায় কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। আশা করছি কিছুদিনের মধ্যেই সমস্যার সমাধান ঘটবে। তারপর সেই ক্লাব থেকে পারমিশন পেলেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

তবে পারমিশন না পাওয়া গেলে আমরা অন্য পদক্ষেপ নেব। এরপরেই সাংবাদিকদের তরফ থেকে সার্জিও লোবেরার বিষয়ে প্রশ্ন করা হলে ক্লাব কর্তা বলেন, সার্জিও লোবেরা আমাদের ভাবনায় আছে। আমাদের ভাবনার প্রথমে আছে, দ্বিতীয়তে আছে, তৃতীয়তে আছে। তবে দল গঠনের থেকে বেশি আমরা এখন কোচের অপেক্ষায় আছি।