পশ্চিমবঙ্গে বিরাট বড় করে পর্যটন শিল্প গড়ে তুলতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই পরিকল্পনাকে কাজে লাগাতে ক্রমশ উদ্যোগী হয়ে উঠছে রাজ্য সরকার। এবার পর্যটন কেন্দ্র হিসেবে জলপাইগুড়িকে (Jalpaiguri) ঢেলে সাজানোর উদ্যোগ নিল তৃণমূল সরকার। আর এই প্রকল্পের জন্য সরকারের তরফে ৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে।
যদিও সরকারের এই উদ্যোগ নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীদল। শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের তরফে এই সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরবঙ্গ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি শহরের আশেপাশে ভামরি দেবীর মন্দির, গর্ভেশ্বরী মন্দির, দেবী চৌধুরানীর মন্দির সহ একাধিক নানান মন্দির রয়েছে। যা অনেক পর্যটকেরই অবগত নয়। যার প্রচার সঠিকভাবে হয়নি। সেই সব জায়গায় প্রচার যদি সঠিকভাবে না হয় তাহলে পর্যটকেরাও জানবে না।

অর্থাৎ পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে এবার কোমর বেঁধে ময়দানে নেমেছে রাজ্য সরকার। যেমন মন্দিরগুলিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে, ঠিক একইভাবে উত্তরবঙ্গের রাস্তা সংস্কারের কাজে হাত লাগাবে এবার সরকার। এই প্রসঙ্গে জলপাইগুড়ি-শিলিগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জানিয়েছেন, পর্যটকদের টানতেই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। যেহেতু এখানে পর্যটকরা এসে জঙ্গল সাফারি থেকে শুরু করে নানান জায়গায় ঘুরতে যায়, তাই তাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ।
পুজোর আগেই যাতে এই সমস্ত পরিকল্পনার কাজ শেষ হয়ে যাওয়া শেষ করে দেওয়া যায় তার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে। কারণ পুজোর পরেই শুরু হবে সিজেন টাইম। অন্যদিকে এই সমস্ত উদ্যোগের কটাক্ষ করে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তাঘাটের অবস্থা যে খারাপ সেটা আমরা বহুদিন ধরেই বলা হয়েছে। পুরসভা এতদিন ধরে কি করছিল? কলকাতা থেকে তৃণমূল নেতারা সব আসবেন ফুর্তি করবেন, তাই জন্যই এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।