ISF protest: নওসাদের গ্রেফতারের প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে ‘জিহাদ’ আইএসএফের

একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকির (Naushad Siddiqui) গ্রেফতারের বিরুদ্ধে রাজপথে নেমেছে আইএসএফ (ISF)৷ তাদের এই প্রতিবাদ আন্দোলন বানচালের চেষ্টা হলেই কড়া হাতে মোকাবিলার করার হুমকি দিলেন…

protest the arrest of Naushad Siddiqui

একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকির (Naushad Siddiqui) গ্রেফতারের বিরুদ্ধে রাজপথে নেমেছে আইএসএফ (ISF)৷ তাদের এই প্রতিবাদ আন্দোলন বানচালের চেষ্টা হলেই কড়া হাতে মোকাবিলার করার হুমকি দিলেন দলের নেতারা৷ তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্য-পুলিশের বিরুদ্ধে কার্যত ‘জিহাদ’ ঘোষণা করলেন আইএসএফ-এর রাজ্য সহ সম্পাদক লক্ষীকান্ত হাঁসদা। তিনি হুমকির সূরেই বলেছেন, ‘যেখানেই পুলিশ আটকাবে সেখানেই আন্দোলন হবে৷’

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বুধবার দলীয় বিধায়ক নওসাদ সিদ্দিকী-সহ আইএসএফ কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে পথে নামতে চলছে তারা৷ তবে পুলিশের পক্ষ থেকে প্রতিটি রাজনৈতিক দলকেই মিছিল-মিটিং থেকে বিরত থাকতে বলা হয়েছে। পুলিশি সতর্ক বার্তা উপেক্ষা করেই শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে আইএসএফ৷ এই মিছিলে পা মেলাতে চলেছে নাগরিক সমাজের একাংশও। অন্যদিকে বামফ্রন্টও এই মিছিলকে সমর্থন করেছে

এই প্রতিবাদ আন্দোলনের কর্মসূচির সুত্র ধরেই হুগলির বিভিন্ন প্রান্ত থেকে মিছিলে যোগ দিতে হাজির হয়েছেন হাজার হাজার আইএসএফ নেতা-কর্মী-সমর্থকরা। এদিন দলের রাজ্য সহ সম্পাদক লক্ষীকান্ত হাঁসদা বলেন, “মানুষ মিটিং-মিছিল করে নিজেদের দাবি-দাওয়া সরকারকে পেশ করবে। পুলিশ পুলিশের কাজ করবে, মানুষ মানুষের কাজ করবে। পুলিশ যদি নাগরিক সমাজের উপর বল প্রয়োগ করতেই পারে। কিন্তু আমরা ভয় পাই না। আমাদের আন্দোলন চলবেই। এই লড়াই জারি থাকবে ততদিন, যতদিন না নওসাদ সিদ্দীকি নিঃশর্ত মুক্তি পাচ্ছেন।” এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে ডানকুনি হাউসিং মোড়় সহ একাধিক মোড়গুলি মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ বাহিনী।