বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নামে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। অভিযোগ, বিরোধী দলনেতা স্বয়ং মন্ত্রীর নামে কুৎসা করেছেন। শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল সরগরম। জানা যাচ্ছে,গত ২ সেপ্টেম্বর জনসভায় পার্থ ভৌমিকের নামে বিতর্কিত মন্তব্য করেন শুভেন্দু। তিনি বলেছিলেন নৈহাটি পুরসভায় টাকার বিনিময়ে ২৫০ জনের বেআইনি নিয়োগ হয়েছে পার্থর মদতে।
নৈহাটি পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ। চেয়ারম্যানের ছেলের নাম জড়ালের রাজ্যের বিরোধী দলনেতা। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেন চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। অভিযোগকে কেন্দ্র করে শোরগোল রাজনৈতিক মহলে।
গত শুক্রবার নৈহাটিতে বিজেপির জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, অয়ন শীলের সংস্থার মাধ্যমে পুরসভায় নিয়োগ দুর্নীতির লিস্ট আমার কাছে আছে। পাঁচটা পাঁচটা করে সেই নাম ছাড়তে শুরু করব। নৈহাটি পুরসভার সেই তালিকায় চেয়ারম্যানের ছেলের নামও আছে। বিরোধী দলনেতার এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাঞ্চল্য ছড়ায়। এরপর নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় বলেন নিয়ম মেনেই নৈহাটি পুরসভায় নিয়োগ হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাদের পুরসভায় বেআইনিভাবে যদি কোনও নিয়োগের প্রমাণ শুভেন্দু অধিকারী দিতে পারেন, তাহলে আমি চেয়ারম্যান পদ ছেড়ে দেব।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, নৈহাটি পুরসভার নিয়োগ দুর্নীতিতে মন্ত্রী জড়িত। তাঁর এই দাবির পর রাজনৈতিক মহলে আলোড়ন পড়েছিল। নৈহাটির বিধায়ক ও সেচমন্ত্রী পার্থ ভৌমিক চরম অস্বস্তিতে পড়েন। তৃণমূলের তরফে অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। এবার মন্ত্রীর তরফে বিরোধী দলনেতার নামে থানায় অভিযোগ দায়ের হলো।