মোহনবাগানের AFC ম্যাচের জট বাড়িয়ে পাল্টা অনুরোধ বসুন্ধরার

AFC প্রতিযোগিতার সূচি নিয়ে কিছুতেই কাটছে না জট। দুর্গাপুজোর সময় কলকাতায় ম্যাচ আয়োজন করা অসুবিধার, সে কথা জানিয়েছে ওই দিন অ্যাওয়ে ম্যাচ খেলতে চেয়েছিল মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট।

Bashundhara FC

AFC প্রতিযোগিতার সূচি নিয়ে কিছুতেই কাটছে না জট। দুর্গাপুজোর সময় কলকাতায় ম্যাচ আয়োজন করা অসুবিধার, সে কথা জানিয়েছে ওই দিন অ্যাওয়ে ম্যাচ খেলতে চেয়েছিল মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। প্রস্তাবে এখনও রাজি হয়নি বসুন্ধরা কিংস। বরং তারা পাল্টা অনুরোধ জানিয়েছে বলে খবর।

আগামী ২৪ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বসুন্ধরা কিংসের মুখোমুখি হওয়ার কথা রয়েছে মোহন বাগান সুপার জায়ান্টের। সেই সময় দুর্গাপুজো। সূচিতে কিছু বদল করার ব্যাপারে বাগানের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আগে জানা গিয়েছিল, ২৪ অক্টোবর কলকাতায় হোম ম্যাচ খেলার পরিবর্তে কিংস এরিনায় অ্যাওয়ে ম্যাচ খেলতে চায় মোহন বাগান সুপার জায়ান্ট। এ ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে বসুন্ধরা কিংসের কাছে আবেদন জানিয়েছে বলে খবর। বাগান হোম ম্যাচ খেলতে চায় ৭ নভেম্বর।

   

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এই দিন বাগানের অ্যাওয়ে ম্যাচ খেলার কথা রয়েছে। অর্থাৎ হোম ম্যাচের দিন অ্যাওয়ে ম্যাচ এবং অ্যাওয়ে ম্যাচের দিন হোম ম্যাচ খেলার জন্য মোহন বাগান সুপার জায়ান্ট বসুন্ধরা কিংসের কাছে আবেদন করেছে বলে জানা গিয়েছিল। সম্প্রতি মোহনবাগান ক্লাবের সচিব দেবাশীষ দত্ত সাংবাদিকদের জানিয়েছিলেন, “এখনও পর্যন্ত AFC থেকে কোনো জবাব আমরা পাইনি।”

শেষ পাওয়া খবর অনুযায়ী, বসুন্ধরা কিংস ২৪ অক্টোবরের ম্যাচ অন্য কোনো দিন খেলার ব্যাপারে প্রস্তাব দিয়েছে। মোহন বাগান সুপার জায়ান্টের কাছে বাংলাদেশী ক্লাবের পাল্টা অনুরোধ, ম্যাচ হোক ২৬ কিংবা ২৭ অক্টোবর। বাংলাদেশ প্রিমিয়ার লীগের চারবারের চ্যাম্পিয়ন দলের যুক্তি, ২৬ এবং ২৭ অক্টোবর এএফসির ফুটবল ক্যালেন্ডারের বাইরে রয়েছে। তাই এই দুই দিনের কোনো একটি সময়ে ম্যাচ আয়োজন করা যেতে পারে বলে বসুন্ধরা কিংসের অনুমান।

এ ব্যাপারে এএফসির সঙ্গে আলোচনায় বসার জন্য মোহন বাগান সুপার জায়ান্টকে পরামর্শ দিয়েছে বসুন্ধরা। আসলে আগে অ্যাওয়ে ম্যাচ খেলে নিতে চাইছে তারা। তাই ২৪ তারিখের বদলে ২৬ কিংবা ২৭ অক্টোবর কলকাতায় ম্যাচ আয়োজন করার ব্যাপারে জোর দিচ্ছে বসুন্ধরা কিংস।