Mohun Bagan: সুহেল ভাটকে নিয়ে বড় আপডেট

মোহন বাগান সুপার (Mohun Bagan) জায়ান্টের স্কোয়াড নিয়ে পাওয়া যাচ্ছে বড় আভাস। ইন্ডিয়ান সুপার লীগ শুরু হওয়ার আগে চূড়ান্ত স্কোয়াড তৈরি করতে হবে বাগানকে।

suhail bhatt

মোহন বাগান সুপার (Mohun Bagan) জায়ান্টের স্কোয়াড নিয়ে পাওয়া যাচ্ছে বড় আভাস। ইন্ডিয়ান সুপার লীগ শুরু হওয়ার আগে চূড়ান্ত স্কোয়াড তৈরি করতে হবে বাগানকে। এবার একাধিক টুর্নামেন্টে অংশ নিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। জুনিয়র, সিনিয়র মিলিয়ে স্কোয়াডে রয়েছেন বেশ কয়েকজন ফুটবলার। জুনিয়ররা মূলত খেলেছেন কলকাতা ফুটবল লীগের ম্যাচে।

জানা গিয়েছে, ইন্ডিয়ান সুপার লীগের দশম সংস্করণ শুরু হওয়ার আগে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছেন বাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্ডো। জুনিয়র এবং সিনিয়র ফুটবলারদের মিলিয়ে একটি স্কোয়াড তিনি তৈরি করবেন। বিষয়টা যে বেশ কঠিন সেটা সহজে অনুমেয়। কারণ কলকাতা ফুটবল লীগে দারুণ খেলেছেন বাগানের তরুণ দল। তাদের মধ্যে কেউ কেউ Durand কাপেও খেলেছেন। সিনিয়র দলে কাদের রাখা যুক্তিযুক্ত হবে সে ব্যাপারে চলছে কাটাছেঁড়া।

   

কলকাতা ফুটবল লীগে অন্যতম সাড়া জাগানো ফুটবলার সুহেল আহমেদ ভাট। এক কথা মন জিতেছেন কাশ্মীরের এই খেলোয়াড়। প্রতিপক্ষ দলের সমর্থকরাও তরুণ এই প্রতিভার খেলায় মুগ্ধ হয়েছেন। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, মোহন বাগান সুপার জায়ান্টের মূল দলে নিশ্চিত সুহেল আহমেদ ভাটের জায়গা।

সুহেল ছাড়াও রিজার্ভ বা জুনিয়র দলের আরও একাধিক ফুটবলারকে হুয়ান সুযোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। অনেকের ধারণা, আগামী দিনে সিনিয়র দলের সঙ্গে দেখা যেতে পারে- সৈয়দ বুখারী (গোলকিপার), অভিষেক সূর্যবংশী, রবি রানা, লালরিনলিয়ানা হানামতে, অ্যাংসন সিং, ফারদিন আলী মোল্লা, সুহেল আহমেদ ভাট। এনাদের মধ্যে কেউ কেউ অবশ্য সবুজ মেরুন ব্রিগেডের সিনিয়র দলের সঙ্গে খেলেছেন, রয়েছে ইন্ডিয়ান সুপার লীগ খেলার অভিজ্ঞতা।