কুলপিতে কংগ্রেস নেতার মৃত্যু, পিটিয়ে মারার অভিযোগ

শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে ফেল ভোটের বলি, ফের ঝরল প্রাণ। এবার ভোটের আগে বৃহস্পতিবার কুলপিতে মৃত্যু হলো কংগ্রেস নেতার। জানা গিয়েছে সোমবার ভোট…

DEATH

শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে ফেল ভোটের বলি, ফের ঝরল প্রাণ। এবার ভোটের আগে বৃহস্পতিবার কুলপিতে মৃত্যু হলো কংগ্রেস নেতার।

জানা গিয়েছে সোমবার ভোট প্রচারের সময় হামলায় গুরুতর আহত হন কংগ্রেস নেতা। তিনি কুল পির দ: গাজীপুরের কংগ্রেস নেতা। এরপর তার অবস্থার অবনতি হতে থাকে এবং আজ তার মৃত্যু হয়।

কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ করা হয়েছে।

নির্দল প্রার্থীর হয়ে তিনি প্রচার করছিলেন যখন এই হামলার ঘটনা ঘটে। এরপর রাজ্যে গত ২৮ দিনে মৃত্যু হয়েছে ১৭ জনের।

আজ এই আবহে রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্য নির্বাচন কমিশনরকে নিশানা করেন। নিরপেক্ষ হওয়ার জন্য বলেন।