Raiganj:’ভোট না দিলে মিলবে না সরকারি সুবিধা’ হুঁশিয়ারি শিক্ষা প্রতিমন্ত্রীর

পঞ্চায়েত ভোট প্রচারে নেমে ফের বিতর্কের মুখে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী। ভোট না দিলে কোনো সরকারি সুবিধা পাওয়া যাবেনা, এমনই হুঁশিয়ারি সত্যজিৎ বর্মনের। রায়গঞ্জে ভোট প্রচারে…

পঞ্চায়েত ভোট প্রচারে নেমে ফের বিতর্কের মুখে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী। ভোট না দিলে কোনো সরকারি সুবিধা পাওয়া যাবেনা, এমনই হুঁশিয়ারি সত্যজিৎ বর্মনের।

রায়গঞ্জে ভোট প্রচারে গিয়ে হুঁশিয়ারি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের। গ্রামবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমার মেম্বার না জিতলে আগামী পাঁচ বছর কোন উন্নয়ন হবে না। রাস্তা, লাইট, জলের ব্যবস্থা হবেনা। লক্ষীর ভান্ডার খাদ্য সাথী চাইলে তৃণমূলকে ভোট দিন”।

   

এর আগেও তৃণমূলের বিধায়ক-নেতারা লক্ষীর ভান্ডার থেকে একাধিক প্রকল্পের সুবিধে পাওয়া যাবে না যদি তৃণমূলকে ভোট না দেন এমন হুঁশিয়ারি দিয়েছিলেন। এর পরে ফের পঞ্চায়েত ভোটের দোরগোড়ায় একই সুরে হুঁশিয়ারি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর।