চাকরি ফেরত পেতে ফের হাইকোর্টে ববিতা

চাকরি ফেরত পেতে ফের হাইকোর্টে ববিতা। সেই ববিতা, যার চ্যালেঞ্জকে সামনে রেখে চাকরি গেছিল রাজ্যের তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে…

Babita sarkar

চাকরি ফেরত পেতে ফের হাইকোর্টে ববিতা। সেই ববিতা, যার চ্যালেঞ্জকে সামনে রেখে চাকরি গেছিল রাজ্যের তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি ফেরত পেয়েছিলেন পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারীর কাছ থেকে। গত মে মাসে সেই চাকরির যোগ্য প্রার্থী অনামিকা রায় বলে মামলা হয়েছিল। হাইকোর্টের রায়ে চাকরি যায় ববিতার।

বিস্তারিত মেধা তালিকা প্রকাশের দাবি জানিয়ে হাইকোর্টে ববিতা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই উঠেছে মামলা।

বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য জানতে চেয়েছেন। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে।

ববিতার হয়ে এই মামলা লড়ছেন আইনজীবী ফিরদৌস শামিম। ববিতার আবেদন, একাদশ-দ্বাদশের বিস্তারিত তথ্য-সহ প্যানেল প্রকাশ

<

p style=”text-align: justify;”>পেলে কারা, কীভাবে, কোথায় চাকরি পেয়েছেন তা পরিষ্কার হয়ে যাবে। যদি কোনও গোলমাল থাকে, কেউ যদি দুর্নীতির কারণে চাকরি পেয়ে থাকেন, তবে তার পদ বাতিল হয়ে ববিতা চাকরি পেতে পারেন।