অভিষেককে ইডির হেনস্তা, সোমবার সুপ্রিমে মামলার শুনানি

কয়লা পাচার মামলায় হয়রানির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি আগামী সোমবার। অভিষেকের স্ত্রী রুজিরার হেনস্থার কথা ভেবে মামলাটিকে গুরুত্ব দিয়ে দেখতে রাজি শীর্ষ আদালত। আবার,…

কয়লা পাচার মামলায় হয়রানির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি আগামী সোমবার। অভিষেকের স্ত্রী রুজিরার হেনস্থার কথা ভেবে মামলাটিকে গুরুত্ব দিয়ে দেখতে রাজি শীর্ষ আদালত।

আবার, অভিষেক পত্নী রুজিরা বিদেশযাত্রার অনুমতি চেয়ে আলাদা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। জানা গেছে, আগামী ১২ জুলাই সেই মামলার শুনানি হবে।

কয়লা পাচার মামলায় ইডির নজরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিকবার তাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অভিষেক বারবার দাবি করেছেন, যা অভিযোগ করা হচ্ছে, ভিত্তিহীন। যা প্রশ্ন করা হচ্ছে, তার বেশিরভাগই ‘বোগাস’।

অভিষেক স্ত্রী রুজিরা কেও বারবার ইডির তলব করে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তার বিদেশযাত্রায় পর্যন্ত নিষেধাজ্ঞা জারি রয়েছে।

তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে ইচ্ছাকৃতভাবে অভিষেক ও তার পরিবারকে হেনস্থা চলছে। এই হেনস্থার অভিযোগেই শীর্ষ আদালতে মামলা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

<

p style=”text-align: justify;”>উল্লেখ্য, অভিষেকের আইনজীবী কপিল সিব্বল বৃহস্পতিবার শীর্ষ আদালতে জানান, অভিষেকের স্ত্রীকে বিমানবন্দরে পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া ঠিক হবে না। তাই সোমবারই মামলা শুনতে রাজি হয়েছে শীর্ষ আদালত।