Income tax raids: কালোটাকার সন্ধানে পতাকা বিড়ির আট ঠিকানায় আয়কর হানা

দিন কয়েক আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের একাধিক ঠিকানায় হানা দিয়েছিল আয়কর বিভাগ (Income tax raids)। সেবার জঙ্গিপুরের বিধায়কের বিড়ি কারখানা সহ একাধিক ঠিকানায় হানা দিয়েছিল আয়কর বিভাগ।

pataka biri factory

দিন কয়েক আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের একাধিক ঠিকানায় হানা দিয়েছিল আয়কর বিভাগ (Income tax raids)। সেবার জঙ্গিপুরের বিধায়কের বিড়ি কারখানা সহ একাধিক ঠিকানায় হানা দিয়েছিল আয়কর বিভাগ। বুধবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পতাকা বিড়ির একাধিক অফিসে তল্লাশি অভিযান শুরু করেছে আয়কর বিভাগের অফিসাররা। পতাকা বিড়ির আটটি ঠিকানায় আয়কর হানা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গেছে, বুধবার সকালে একটি গাড়িতে আয়কর দফতরের বেশ কয়েকজন আধিকারিক ওই বিড়ি কারখানায় প্রবেশ করেন। যাকে কেন্দ্র করে ওই এলাকায় শোরগোল পড়ে যায়। একইসঙ্গে সুতির পতাকা বিড়ির কারখানাতেও হানা দেয় আয়কর দফতর। জানা গেছে, সকাল থেকে কলকাতার মির্জা গালিব স্ট্রিট, মুর্শিদাবাদের সুতি-সহ ৮ অফিসে একযোগে তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। আয় ব্যয় সংক্রান্ত হিসেবের গরমিলের অভিযোগে হানা বলে জানা গেছে।

এর আগে তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা থেকে নগদ প্রায় ৮ কোটি টাকা নগদ উদ্ধার করেছিল আয়কর দফতরের অফিসাররা। সেই সময় মুর্শিদাবাদের মোট চারটি বিড়ি কারখানা থেকে প্রায় ১১ কোটি টাকা উদ্ধার হয়। আয়কর দফতরের তরফে জানানো হয়েছিল, ওই টাকার প্রেক্ষিতে কোনও বৈধ নথি দেখাতে পারেননি বিধায়ক। সে কারণেই টাকা বাজেয়াপ্ত করা হয়।

যদিও বিধায়কের যুক্তি ছিল তিনি নিয়ম মেনে কর দিয়েছেন। কোনও অভিযোগ থাকলে জানাতেই পারতেন কিন্তু যেভাবে হানা দিয়েছে আয়কর বিভাগ তা একেবারেই কাম্য নয়।

সেবার জাকির হোসেনের পাশে দাঁড়িয়েছিল রাজ্যের শাসক দল। জাকির হোসেন তৃণমূলের সদস্য বলেই তাঁর একাধিক অফিসে হামলা চালানো হয়েছে। এই অভিযোগ তুলতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখন পতাকা বিড়ি অফিসে কী কারণে হানা দিল আয়কর বিভাগ? প্রশ্ন উঠছে।