HomeWest Bengalজিন্দলদের অব্যবহৃত জমিতে নয়া শিল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

জিন্দলদের অব্যবহৃত জমিতে নয়া শিল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

- Advertisement -

জঙ্গলমহলে ফের কর্মসংস্থানের আশ্বাস মুখ্যমন্ত্রীর। স্টিল প্ল্যান্ট ছাড়াও শালবনিতে আরও একটা বড় শিল্প হবে। শনিবার তৃণমূলে নবজোয়ার কর্মসূচির জনসভা থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শালবনিতে জিন্দাল গোষ্ঠী স্টিল প্ল্যান্ট তৈরি করছে। তার জন্য বিপুল জমি নিয়েছে তারা। তবে পুরো জমিটি কাজে লাগেনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো অতিরিক্ত জমি রাজ্য সরকারকে ফেরত দিয়েছে শিল্পগোষ্ঠী।

Advertisements

একাধিক সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যে জমি ব্যবহার করা হচ্ছে, শিল্প তৈরি হচ্ছে না, তা রাজ্যকে ফিরিয়ে দেওয়া হোক। সেই অব্যবহৃত জমিতে শিল্প তৈরি করবে রাজ্য সরকার।

শালবনিতে জিন্দাল গোষ্ঠীর স্টিলপ্ল্যান্ট তৈরি করছে। সেখানে অব্যবহৃত জমি ইতিমধ্যে রাজ্য সরকারকে ফেরত দিয়েছে। সেই জমিতেই তৈরি হবে বিশাল শিল্প। যেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। তবে কী শিল্প হবে তা অবশ্য মুখ্যমন্ত্রী স্পষ্ট করেননি।

এই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “জিন্দাল গোষ্ঠী অব্যবহৃত জমি ফেরত দিয়েছে। এখানে বিরাট শিল্প হবে। প্রচুর মানুষের চাকরি হবে।”

Advertisements

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ