পৃথিবী থেকে প্রায় হারিয়ে যেতে চলেছে (Red Panda) রেড পাণ্ডা। ভারতে মাত্র তিনটি রাজ্যে দেখতে পাওয়া যায় এই রেড পাণ্ডা। এবার এই বিরল প্রজাতির লাল রঙের আদুরে পাণ্ডা দেখতে পাওয়া গেল অরুণাচল প্রদেশের তাওয়াং শহরে।
লাল পাণ্ডা কিন্তু লাল বিড়াল রূপী ভাল্লুক নামেও পরেচিত, এই ছোট প্রাণীটি আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের বিচারে বিপন্ন প্রজাতি হিসেবে মনে করা হয়। সম্প্রতি পাণ্ডাটিকে অরুণাচলে একটি গাছের উপর বসে থাকতে দেখা যায়। এই ঘটনার ভিডিয়ো শেয়ার করেছেন স্বয়ং অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। এত সুন্দর-আদুরে ভিডিয়ো শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই মুহুর্তে ভিডিয়োটা নেট মাধ্যমে ভাইরাল।
ভিডিয়োতে দেখা যাচ্ছে রেড পাণ্ডাটি একটি গাছে বসে রয়েছে। সঙ্গে দেখা যাচ্ছে অরুণাচলের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। তবে রেড পাণ্ডা কিন্তু ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড পর ইচ্ছা হারিয়ে মুখ ঘুরিয়ে অন্য দিকে দেখতে শুরু করে প্রাণীটি।
ভিডিয়োটি অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও শেয়ার করেন। শেয়ার করার পর ভিডিয়োটি প্রায় ১.২ লক্ষ ভিউ এবং চার হাজার লাইক ছাড়িয়ে গিয়েছে।
আজ রেড পাণ্ডা বিপন্ন প্রজাতি হয়ে উঠেছে কেন? তাদের সংখ্যা কমে ১০,০০০ এর নিচে চলে এসেছে কেন? প্রধান কারন- বাসস্থানের ক্ষতি, চোরাশিকারীর উৎপাত, প্রজননের বিষন্নতা ইত্যাদি। তবে লাল পান্ডারা দেশে তাদের পরিসীমার মধ্যে দেশীয় আইন দ্বারা সুরক্ষিত থাকে। প্রধানত ভারতে রেড পাণ্ডা দেখতে পাওয়া যায় হিমালয় অঞ্চলে এবং দক্ষিণ চিন অঞ্চলে।