ভোটের মুখে TMC নেতার বাড়িতে আয়কর হানা, বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী

লোকসভা ভোটের প্রাক্কালে ফের অস্বস্তিতে রাজ্য তৃণমূল (TMC)। ভোটের কয়েকদিন বাকি থাকতেই এবার আয়কর দফতরের নজরে তৃণমূল নেতা। জানা গিয়েছে, আজ বুধবার সকালে তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বাড়িতে আয়কর হানা।

শুধুমাত্র স্বরূপ বিশ্বাসই নয়, আরও ২ জন প্রোমোটারের বাড়িতেও আয়কর হানা চলছে বলে খবর। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই হলেন এই স্বরূপ বিশ্বাস। এদিন স্বরূপ বিশ্বাসের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। ভেতরে চলছে তল্লাশি অভিযান। কর ফাঁকি দেওয়ার অভিযোগে এই হানা বলে খবর।

   

তৃণমূল কংগ্রেস নেতা স্বরূপ বিশ্বাসের বাড়ি এবং তাঁর স্ত্রী জুঁই বিশ্বাসের অফিস-সহ মোট ২০টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। আয়কর দফতরের কড়া অভিযানে দুটি নির্মাণ সংস্থায় হিসাব বহির্ভূত সম্পত্তি ধরা পড়েছে বলে খবর।

গত মাসেই অ্যালকেমিস্ট গোষ্ঠীর বিরুদ্ধে ১,৯০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় অরূপ বিশ্বাসকে তলব করে ইডি।

 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন