ISL: প্রথম ছয়ে সবাই বিদেশি, আইএসএল-এ ভারতীয় স্ট্রাইকার কই

ভারতীয় ফুটবলের উন্নতির জন্য শুরু করা হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। দশম সংস্করণে পড়েছে আইএসএল। ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার পর ভারতীয় ফুটবলে কতটা উন্নতি…

isl

ভারতীয় ফুটবলের উন্নতির জন্য শুরু করা হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। দশম সংস্করণে পড়েছে আইএসএল। ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার পর ভারতীয় ফুটবলে কতটা উন্নতি হয়েছে বা আদৌ হয়েছে কি না সে ব্যাপারে আলোচনা চলতে পারে। কিন্তু একটা বিষয় হয়তো অনেকেই এক বাক্যে মেনে নেবেন, সুনীল ছেত্রীর পর ভাল মানের স্ট্রাইকার এখনও উঠে আসেনি ভারতের জাতীয় দলে।

ভারতের সিনিয়র ফুটবল দলে সুযোগ পাওয়ার অন্যতম মাপকাঠি ইন্ডিয়ান সুপার লিগের পারফরম্যান্স। এ ব্যাপারে অনেকটা পিছিয়ে পড়েছেন ভারতীয় গোলস্কোররা। গোল পাওয়ার ক্ষেত্রে কোচেররা সাধারণত বিদেশি ফুটবলারদের ওপর ভরসা করেন। আইএসএল-এ গোল করার ব্যাপারেও তাই এগিয়ে রয়েছেন বিদেশি ফুটবলাররা।

এই মুহুর্তে চলতি আইএসএল-এ সর্বোচ্চ ৫ পাঁচ গোলদাতাঃ

  • দিমিত্রিয়স ডায়ামানতাকোস- ১২ গোল, কেরালা ব্লাস্টার্স
  • রয় কৃষ্ণা- ১২ গোল, ওড়িশা এফসি
  • জেসন কামিন্স- ৮ গোল, মোহনবাগান সুপার জায়ান্ট
  • দিমিত্রিয়স পেত্রাতস- ৮ গোল, মোহনবাগান সুপার জায়ান্ট
  • দিয়েগো মরিসিও- ৭ গোল ওড়িশা এফসি

সবথেকে বেশি গোল করার ব্যাপারে প্রথম পাঁচে নেই কোনও ভারতীয় ফুটবলার। ছয় নম্বরে রয়েছেন মোহনবাগানের আর্মান্দো সাদিকু (৭ গোল), সাত নম্বরে রয়েছেন মুম্বাই সিটি এফসির বিক্রম প্রতাপ সিং (৭ গোল)। ৫ গোল করে ১৮ নম্বরে রয়েছেন ইস্টবেঙ্গল এফসির নন্দকুমার শেখর।