IND vs SL: বিরাট-শুভমনের ব্যাটে রেকর্ড রানে জয় ভারতের

IND vs SL: ভারতের বিরাট রানের পাহাড়ে চাপা পড়ল শ্রীলঙ্কা। শতরান করলেন ‌শুভমন-‌কোহলি। নিয়মরক্ষার শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচে দুর্দান্ত ভারতের ব্যাটাররা।

India wins in huge margin against srilanka

IND vs SL: ভারতের বিরাট রানের পাহাড়ে চাপা পড়ল শ্রীলঙ্কা। শতরান করলেন ‌শুভমন-‌কোহলি। নিয়মরক্ষার শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচে দুর্দান্ত ভারতের ব্যাটাররা। পাশাপাশি সিরাজের চার উইকেটে শ্রীলঙ্কা অল আউট হল ৭৩ রানে। ভারত জিতল রেকর্ড ৩১৭ রানে।

শুভমন গিলের দেশের মাটিতে প্রথম শতরান ও এক দিনের ক্রিকেটে দ্বিতীয় শতরান।তিরুঅনন্তপুরমে শতরান করলেন ভারতীয় ওপেনার। দু’টি ছক্কা এবং ১৪টি চার ৯৭ বলে ১১৬ রান করে শুভমন আউট হন কাসুন রজিতার স্লোয়ারে। ষষ্ঠ ওভারে লাহিরু কুমারার প্রথম বলে রোহিত ছয় মারার পরে দ্বিতীয় বলে এক রান নেন। ওভারের শেষ চারটি বলে পরপর চারটি চার মারেন শুভমন গিল। অন্য ওপেনার রোহিত শর্মাও ৪৯ বলে ৪২ রান করেন। টসে জিতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। টিম ইন্ডিয়ার একাদশে দুই বদল।

India wins in huge margin against srilanka

হার্দিক পাণ্ডিয়া ও উমরান মালিকের পরিবর্তে সূর্যকুমার যাদব এবং ওয়াশিংটন সুন্দর দলে। ভারতের হেডকোচ রাহুল দ্রাবিড় সুস্থ। তিরুঅনন্তপুরমে সিরিজের শেষ ওয়ানডেতে ডাগ-আউটে দেখা গেল তাঁকে। টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন দ্রাবিড় পুরোপুরি সুস্থ এবং উনি দলের সঙ্গেই আছেন। বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের ম্যাচে দ্বিশতরান করা ঈশান কিশান বাদ। গুয়াহাটিতে ৭০ রান করেন শুভমন। ইডেনে যদিও মাত্র ২১ রান করেন। শ্রেয়স আইয়ার করেন ৩২ বলে ৩৮ রান। বিরাট কোহলিও মেজাজে ছিলেন এদিন।

India wins in huge margin against srilanka

শতরান করেন তিনিও। ১১০ বলে দুর্দান্ত ১৬৬ রান করে অপরাজিত থাকেন বিরাট। রাহুল ৬ বলে সাত রান করে আউট হওয়ার পর ওয়ান ড-‌তে অভিষেক ভালো হল না সূর্যকুমার যাদবের। সূর্য করেন ৪ রান। ভারত ৫ উইকেট হারিয়ে করে ৩৯০ রান। শ্রীলঙ্কার কাসুন রথীজা ও লাহিরু কুমারা নেন দুটি করে উইকেট। একটি উইকেট নেন চামিকা করুনারত্নে।
রান তাড়া করতে গিয়ে সিরাজের পেসে উড়ে যায় শ্রীলঙ্কা।