Santosh Trophy: মহারাষ্ট্রকে হারিয়ে দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করল বাংলা

Bengal won five matches in a row in the qualifying round of the Santosh Trophy
সন্তোষ ট্রফির (Santosh Trophy) কোয়ালিফাইং রাউন্ডে পরপর পাঁচ ম্যাচে জিতল বিশ্বজিৎ ভট্টাচার্যের দল।

Bengal won five matches in a row in the qualifying round of the Santosh Trophy

সন্তোষ ট্রফির (Santosh Trophy) কোয়ালিফাইং রাউন্ডে পরপর পাঁচ ম্যাচে জিতল বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। কোলাপুরের ছত্রপতি শাহু স্টেডিয়ামে মহারাষ্ট্রকে ২-১ গোলে হারাল বাংলা। নরহরি প্রথম একাদশে ছিলেন না। নরহরির হাঁটুতে চোট থাকার কারণে খেলাননি বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন‍্য থাকায়, দ্বিতীয়ার্ধে নরহরি মাঠে নামেন।ম‍্যাচের ৮ মিনিটে সুরজিৎ হাঁসদার গোল। ৩৮ মিনিটে দীপক রজকের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করে বাংলা।কোয়ালিফাইং রাউন্ডের পাঁচ ম‍্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে বাংলা। সমসংখ‍্যক ম‍্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে গোল পার্থক‍্যে পিছিয়ে থাকা মহারাষ্ট্র দুই নম্বরে। বাংলা মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেন। বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা মহারাষ্ট্রর বিরুদ্ধে জিতেই সন্তোষ ট্রফির মূল পর্বে পৌঁছলেন।