তৃণমূল-বিজেপিকে শূন্য করে তেহট্টে সিপিআইএমের একতরফা জয়

গোহারা হার হবে এমনই ধারণা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) ও বিরোধী দল বিজেপি (BJP) কোনওপক্ষ তাদের প্রার্থী দেয়নি। একাই মাঠে নামল সিপিআইএম (CPIM) এবং জয়ী হলো

গোহারা হার হবে এমনই ধারণা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) ও বিরোধী দল বিজেপি (BJP) কোনওপক্ষ তাদের প্রার্থী দেয়নি। একাই মাঠে নামল সিপিআইএম (CPIM) এবং জয়ী হলো। নদিয়ার (Nadia) তেহট্ট ঘিরে লাল পতাকায় ছয়লাপ। সমবায় ভোটগুলিতে বাম শিবিরের বড় বড় জয়গুলি পঞ্চায়েত ভোটের আগে অনেক সমীকরণের জন্ম দিচ্ছে।

বিস্তারিত সংবাদ পড়ুন
নদিয়ার তেহট্টে চাঁদেরঘাট সমবায় সমিতির নির্বাচনে সিপিআইএমের কাছে ৪৯-০ গোলে হারল তৃণমূল কংগ্রেস ও বিজেপি। যদিও শাসক ও বিরোধী পক্ষের কেউ প্রার্থী হতে রাজি হয়নি। ফলে একতরফা জয়ী বাম শিবির। এই ঘটনা রাজ্য জুড়ে শোরগোল ফেলে দিল।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

রবিবার তেহট্ট-১ ব্লকের চাঁদেরঘাট সমবায় সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এই সমবায় সমিতির ৪৯টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল সিপিআইএম। জয়ের পর এলাকা জুড়ে বিশাল বাম মিছিল বের হয়। সমর্থকরা বলেন, যেভাবে শাসক তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য নেতারা দুর্নীতিতে জড়িত তাতে ধসে যাচ্ছে তৃণমূলের ভোট। বিধানসভায় বিরোধী দল বিজেপি হলেও তাদের অস্তিত্ব গত পুরভোটে শেষ হয়ে গেছে। রাজ্যে এখন তৃণমূলের একমাত্র প্রতিদ্বন্দ্বী সিপিআইএম।

গত পুরভোটে নদিয়ার তাহেরপুর পুরবোর্ড দখলে রেখে চমক তৈরি করে সিপিআইএম। রাজ্যের একমাত্র এই পুরবোর্ড বাম দখলে। আর বিজেপির দখলে একটিও পুরবোর্ড নেই। পুরভোটে ভোট প্রাপ্তির নিরিখে বাম শিবির প্রধান বিরোধীপক্ষ হিসেবে উঠে। বিজেপি নেমেছে তিন নম্বরে। এর প্রভাব পড়ছে বিভিন্ন জেলার সমবায় সমিতির ভোটে।

তেহট্ট-১ নম্বর ব্লকের চাঁদেরঘাট সমবায় কৃষি উন্নয়ন সমিতি প্রায় ৫০ বছর ধরে বাম দখলে। সেখানে জয় ধরে রাখল সিপিআইএম। গত বছর ১০ ডিসেম্বর সমবায় নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছিল। নতুন বছরের ১৫ জানুয়ারি নির্বাচন হয়। রবিবার ভোট মিটতেই দেখা যায় একতরফা ৪৯টি আসনের এই সমবায় সমিতিতে সিপিআইএম জয়ী।