বিজেপি প্রার্থীর সমর্থনে মানুষের ‘দুয়ারে’ শুভেন্দু

বিজেপি প্রার্থী হয়ে এবার প্রচারে নামলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। জানা গিয়েছে, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর (Medinipur) জেলার কাঁথি ১০ নং ওয়ার্ডে বিজেপি মনোনীত…

বিজেপি প্রার্থী হয়ে এবার প্রচারে নামলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। জানা গিয়েছে, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর (Medinipur) জেলার কাঁথি ১০ নং ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থী অরূপ কুমার দাসের সমর্থনে সারদা আশ্রমে প্রণাম করে ও মহারাজের সঙ্গে দেখা করে সারদা আশ্রম থেকে ১০ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গৃহ সম্পর্ক অভিযান করেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যর বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী । এছাড়াও ছিলেন ১০নং ওয়ার্ড এ বিজেপি (BJP) প্রার্থী অরূপ কুমার দাস ও বিজেপি নেতৃত্ব ধীরেন্দ্র নাথ পাত্র, সহ অন্যান্যরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এলাকার বিভিন্ন সন্ত্রাসের কথা তুলে ধরেন বিধায়ক। তিনি বলেন, ‘ভোট আসে, ভোট যায়। রাজনৈতিক লড়াইয়ের জন্য কাদা ছোঁড়াছুঁড়ি হয়, কিন্তু সন্ত্রাস হয় না, বর্তমানে সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে কাঁথি এলাকায়। আমি সব সময় সাধারণ মানুষের সঙ্গে রয়েছি, আগামী দিনে মানুষ যোগ্য জবাব দেবে।’

   

এর পাশাপাশি অধিকার পরিবার থেকে পুর নির্বাচনে প্রার্থীর তালিকায় নাম না থাকার প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘রাজনীতি আগে নয় দেশ আগে।’ সবমিলিয়ে পুর নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতির পারদ ঊর্ধ্বমুখী।