দিঘায় সকাল থেকে ব্যাপক জলোচ্ছ্বাস, সতর্ক প্রশাসন

জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পূর্বাভাস আগেই দিয়ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। হাওয়া মোরগের পুর্বাভাস…

জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পূর্বাভাস আগেই দিয়ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। হাওয়া মোরগের পুর্বাভাস অনুযায়ী আজ দিঘায় সকাল থেকে ব্যাপক বৃষ্টি এবং সঙ্গে প্রবল জলোচ্ছ্বাস।

আজ শুক্রবার দিঘায় প্রবল জলোচ্ছ্বাসের জেরে সমুদ্রের জল গার্ডওয়াল টপকে শহরে ঢুকে পড়ছে। স্থানীয়দের মতে আজকের দিঘার জলোচ্ছ্বাস দেখবার মতো।

ভোটের আগে দিঘায় পর্যটকদের ভির সেরম না থাকলেও প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকেই সমুদ্রে তীব্র জলচ্ছ্বাস দেখা যাচ্ছে। দিঘা পুলিশ এবং প্রশাসন জানিয়েছে যে পূর্ণিমা কোটালের কারণেই এই জলোচ্ছ্বাস।

শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তাই দিঘায় পর্যটকের ভির নেই সেইরকম। তবে যারা আছেন, তারা বেশ উপভোগ করছেন প্রকৃতির এইরম হিংস্র রূপ। তারা মনের আনন্দে দেখছেন দিঘার প্রবল জলোচ্ছ্বাস।

প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে পর্যটকদের। তাদের সমুদ্রে নামতে বারন করা হয়েচক্সহে। বড় কোন বিপদ বা বিপত্তি এড়াতে তৈরই রয়েছে প্রশাসন। গত দু-দিন ধরেই পূর্ণিমা কোটালের জন্য দিঘায় জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে। পর্যটকদের প্রশাসনের তরফ থেকে বারবার সতর্ক করা হচ্ছে এরম আবহাওয়ায়।

বাঙালির প্রিয় ডেস্টিনেশন দিঘা। ঘুরতে এসে সমুদ্রে নামতে না পেরে পর্যটকদের মন খারাপ। তারা হতাশ। আজ শুক্রবার অনেক পর্যটক ওল্ড দিঘার গার্ডরেলে বসেন। কিন্তু প্রবল জলোচ্ছ্বাসের জেরে তারা সেখান থেকে উঠে যেতে বাধ্য হন।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদীয়াতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে কাল থেকে বৃষ্টি কিছুটা কমবে। অন্যদিকে, ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ কমবে।