Egra Blast: বিস্ফোরণে নিহতদের গ্রামে ঢুকবেন মমতা, এলাকাবাসীদের সামলানোই চ্যালেঞ্জ

চোর চোর করে তৃণমূল কংগ্রেস প্রতিনিধিদের কটাক্ষ করেছিলেন এগরার খাদিকুল গ্রামের বাসিন্দারা। সেই খাদিকুলে ঢুকবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই ১১ দিন আগে ভয়াবহ…

Janata Darbar' in Mamata Banerjee

চোর চোর করে তৃণমূল কংগ্রেস প্রতিনিধিদের কটাক্ষ করেছিলেন এগরার খাদিকুল গ্রামের বাসিন্দারা। সেই খাদিকুলে ঢুকবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই ১১ দিন আগে ভয়াবহ বিস্ফোরণে (Egra Blast) মৃত্যু হয়েছে ১২ জনের। বিস্ফোরণের তীব্রতায় অনেকদূরে ছিটকে গেছিল দেহাংশ। বিস্ফোরণ হয়েছিল তৃণমূল নেতা ভানু বাগের বেআইনি বাজি কারখানায়। অভিযোগ, ওই কারখানায় বোমা তৈরি করা হচ্ছিল।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই এই গ্রামে ঘুরে এসেছেন। এবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। শনিবার দুপুরে খাদিকুলে যাওয়ার কথা তাঁর। সেখানে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী। অবৈধ বাজি কারখানা থেকেই এই বিস্ফোরণ বলে অভিযোগ উঠেছে। কারখানার মালিক তথা ওই ঘটনার মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু হয়েছে।

   

মমতার সফর ঘিরে প্রস্তুতি চরমে। মমতার উপস্থিতিতে মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

মুখ্যমন্ত্রী আসার আগে শুক্রবার পুলিশ ও প্রশাসনিক কর্তাদের বৈঠক হয়েছে। জেলাশাসক, জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন সেখানে। পরে পুলিশের একটি প্রতিনিধি দল বিস্ফোরণে নিহতদের পরিবারের কাছে গিয়ে নাম সহ বিস্তারিত তথ্য সংগ্রহ করে আনেন।

পূর্ব মেদিনীপুরের এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকার খাদিকুল গ্রাম ওড়িশার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। গত ১৬ মে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে সিআইডি। ঘটনার পর খাদিকুলে গিয়ে শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তের দাবি জানিয়ে ছিলেন। আদালত সেই আর্জি খারিজ করে।