Transfer window: মোহনবাগানের প্রাক্তন বঙ্গ তনয়কে লুফে নিল বড় ক্লাব

ট্রান্সফার উইন্ডোতে (Transfer window) সাধ্য মতো কাজ করে চলেছে দেশের প্রায় সব ক্লাব। ইতিমধ্যে শুরু হয়েছে ঘরোয়া টুর্নামেন্টে। এরপর রয়েছে ডুরান্ড কাপ, জাতীয় লীগ।

Mohammedan Sporting Club Official

ট্রান্সফার উইন্ডোতে (Transfer window) সাধ্য মতো কাজ করে চলেছে দেশের প্রায় সব ক্লাব। ইতিমধ্যে শুরু হয়েছে ঘরোয়া টুর্নামেন্টে। এরপর রয়েছে ডুরান্ড কাপ, জাতীয় লীগ। আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে সেই সঙ্গে। তাই দেরি না করে দল গুছিয়ে নিচ্ছে ময়দানের তিন প্রধান।

সই সংক্রান্ত বিষয়ে আপডেট দেওয়ার কলকাতা ময়দানের তিন প্রধানের মধ্যে এখন সব থেকে বেশি সক্রিয় মহামেডান স্পোর্টিং ক্লাব। এক সঙ্গে একাধিক সইয়ের খবর ক্লাবের সামাজিক মাধ্যমের পেজে জানানো হয়। সম্প্রতি একের পর ফুটবলারকে দলে নেওয়ার খবর প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। কিছু দিন আগে দলের ফরোয়ার্ড লাইনকে ঢেলে সাজানোর কথা জানিয়েছিল সাদা কালো ক্লাব। এবার তারা ডিফেন্সকে সাজানোর কথা জানিয়েছে। নতুন মরসুমের জন্য একাধিক ডিফেন্ডারকে ইতিমধ্যে দলে নিশ্চিত করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব।

মহামেডান স্পোর্টিং ক্লাব দলের নিশ্চিত করেছে দীপ বিশ্বাসকে। দীপ বিশ্বাস বয়সে তরুণ এক ফুটবলার। জন্ম ২০০৩ সালের ১৪ জুলাই। খেলেন রক্ষণভাগে। ইতিমধ্যে একাধিক নামকরা জায়গা থেকে নিজের ফুটবল প্রতিভায় শান দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। দীপের ফুটবল প্রতিভা ময়দানের অনেকের নজর কেড়েছে। তাই সুযোগের সদ্ব্যবহার করতে দেরি করেনি মহামেডান স্পোর্টিং ক্লাব।

দীপ বিশ্বাস ইতিমধ্যে ময়দানের পরিচিত নাম। খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। তবে সুযোগ পেলে ভালো কিছু করে দেখানোর মতো ক্ষমতা রয়েছে। অতীতে তিনি যুক্ত ছিলেন মোহনবাগান, স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (EZ) এবং সাই ফুটবল টিমের মতো প্রতিষ্ঠানের সঙ্গে। এবার সুযোগ পেলেন মহামেডান স্পোর্টিং ক্লাবে। আশা করা হচ্ছে যে আগের থেকে এবার হয়তো বেশি ম্যাচ টাইম পাবেন দীপ বিশ্বাস।