মঙ্গলবার মাধ্যমিক নিয়ে বড় ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ। অফলাইনেই হবে মাধ্যমিক পরীক্ষা। এবার উচ্চ মাধ্যমিক নিয়ে সিদ্ধান্ত জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ২০২২-এর উচ্চমাধ্যমিক পরীক্ষা অফলাইনে হবে। পরীক্ষার্থীরা নিজেদের স্কুলেই পরীক্ষা দেবে। করোনা পরিস্থিতির কারণে এই প্রথমবার নিজেদের স্কুলে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। প্র্যাক্টিক্যাল ক্লাসে যা শেখানো হয়েছে তার মধ্যেই প্রশ্ন করা হবে।
২০২২-এর এপ্রিল থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। থিওরি পরীক্ষা চলবে ২ এপ্রিল, ২০২২ থেকে ২০ এপ্রিল, ২০২২ পর্যন্ত। প্র্যাক্টিক্যাল পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি,২০২২ এবং শেষ হবে ৪ মার্চ, ২০২২ পর্যন্ত।