COVID situation: দেশের কোভিড পরিস্থিতিতে মাস্ক পড়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যকর্তারা

মাসের শুরুতেই নামল দেশের করোনা (COVID situation) দৈনিক সংক্রমণ। ৫ হাজারের নিচে নামল করোনা আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে ২৭ শতাংশ।

Indian girl wearing a face mask as a precaution against COVID-19

মাসের শুরুতেই নামল দেশের করোনা (COVID situation) দৈনিক সংক্রমণ। ৫ হাজারের নিচে নামল করোনা আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে ২৭ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, সোমবার করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮২ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩১৮ জন। রিপোর্ট অনুযায়ী মৃত্যু হয়েছে ১০ জনের। গতকালের তুলনায় আজকে কমেছে মৃতের সংখ্যাও।

অন্যদিকে, দেশে করোনা আক্রান্তের গ্রাফ নিম্নমুখী হওয়ার সঙ্গে সঙ্গে কমে এসেছে করোনার সক্রিয় রোগীর সংখ্যাও। এখন দেশে দৈনিক করোনা পজিটিভিটি রেট ৪.৯২ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ৪ শতাংশ। দেশে সুস্থতার হার রয়েছে এই মুহূর্তে ৯৮.৭১ শতাংশ ২৪ ঘণ্টায় শহরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল দুজনের। মৃতদের নাম অনিতা বর্মন ভৌমিক (৫৬) এবং দীপা গুপ্ত (৬০)।

স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী বর্তমানে রাজ্যে করোনা অ্যাক্টিভ কেস রয়েছে ২১৫০টি। এর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ১০২ জন। বর্তমানে রাজ্যে করোনা সংক্রমণের হার ১৫.১৭ শতাংশ। এর মধ্যে সবথেকে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি কলকাতায় এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, করোনা টেস্ট আগের থেকে বাড়ানো হয়েছে। তবে টেস্ট বাড়লেও সংক্রমণ সেভাবে বাড়েনি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে মাস্ক পড়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যকর্তারা। করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে বেসরকারি হাসপাতালগুলিতে পুনরায় চালু করা হয়েছে কোভিড আইসোলেশন ওয়ার্ড।