East Bengal: লাল-হলুদ জনতার কাছে “The real Magician” হেডকোচ মারিও রিভেরা

চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) নিজেদের ১২ নম্বর ম্যাচে এফসি গোয়াকে ১-২ গোলে হারিয়ে সেশনে প্রথম জয়ের স্বাদ পেয়েছে এসসি ইস্টবেঙ্গল (East Bengal)। লাল হলুদ…

East Bengal

চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) নিজেদের ১২ নম্বর ম্যাচে এফসি গোয়াকে ১-২ গোলে হারিয়ে সেশনে প্রথম জয়ের স্বাদ পেয়েছে এসসি ইস্টবেঙ্গল (East Bengal)। লাল হলুদ দলের হেডকোচ মারিও রিভেরা আগেই বলেছিলেন, “আমার প্রথম চ্যালেঞ্জ হবে দলের মেজাজ বদলানো।” মেজাজ বদল হতেই পারফরম্যান্সে ছাপ পড়ল,জিতল লাল হলুদ বিগ্রেড। সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগের(ISL) পয়েন্ট টেবিলে লাস্ট বয় থেকে এক ধাপ ওপরে উঠে এসে ১০ নম্বরে এসসি ইস্টবেঙ্গল ৯ পয়েন্ট নিয়ে।

এফসি গোয়ার বিরুদ্ধে জিতে মহার্ঘ্য তিন পয়েন্ট নতুন করে অক্সিজেন জোগাল লাল হলুদ বিগ্রেডে। জোড়া গোলের মালিক নাওরেম মহেশ। ৩৭ মিনিটে এফসি গোয়াকে ১-১ গোলের সমতায় ফেরায় নোগুয়েরা আলবার্তো। ম্যাচের ৯ মিনিটে নাওরেম মহেশের গোলে এগিয়ে যায় লাল হলুদ শিবির। আর ম্যাচের ৪২ মিনিটে ফের নাওরেম মহেশের গোল এসসি ইস্টবেঙ্গলের হয়ে।

এই ম্যাচ ঘিরে কয়েক ঘন্টা আগে এসসি ইস্টবেঙ্গলের অন্তবর্তীকালীন প্রাক্তন হেডকোচ রেনেডি সিং লাল হলুদ শিবিরের ‘ভারতীয়দের ফুটবলারদের’ প্রশংসা করে বলেছিলেন, “মারিও রিভেরা চান দলের ছেলেদের স্বাভাবিক খেলা খেলতে দিয়ে তাদের কাছ থেকে সেরাটা বার করে আনতে 💥।”
মরসুমের প্রথম জয় পেয়ে লাল হলুদ সমর্থকরা ভীষণই খুশি, ‘অসাধারণ অনুভূতি’ প্রথম প্রতিক্রিয়া। এদিন এফসি গোয়ার বিরুদ্ধে হীরা মণ্ডলের বদলে অঙ্কিত মুখার্জীকে প্রথম একাদশে এনেছিলেন হেডকোচ রিভেরা।

২২ বছর বয়সী সেন্ট্রাল ফরোয়ার্ড নাওরেম মহেশ বুক চিতিয়ে খেলেছে এফসি গোয়ার বিরুদ্ধে। সেশনের প্রথম জয় পেয়ে আপ্লুত লাল হলুদ সমর্থকরা, তাই হেডকোচ মারিও রিভেরা এখন “The real Magician❤️💛”।এসসি ইস্টবেঙ্গল থেকে সামাজিক মাধ্যমে সেশনের প্রথম জয়ের পর হেডকোচ মারিও রিভেরাকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছে,”রিভ-ইরা শুরু!”

রাতারাতি দলের জয়ের নায়ক নাওরেম মহেশ এফসি গোয়ার রক্ষণের ত্রুটিগুলিকেই পরখ করে করে এবং বিপক্ষের ওই দুর্বলতা গুলোকে সবচেয়ে বেশি ব্যবহার করে সেশনের বহু কাঙ্ক্ষিত জয় এনে দেয় এসসি ইস্টবেঙ্গলকে। নাওরেম মহেশের প্রতিক্রিয়া ম্যাচ শেষে,”ভাল লাগছে গোল করে,তবে সবথেকে গুরুত্ব পূর্ণ হল দল জয় পেয়েছে। সেশনের মাঝপথে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেয়ে আমাদের আগামী ম্যাচগুলোতে আরও ভাল পারফর্ম করতে হবে।আমরা আমাদের খেলার পুনঃ মূল্যায়ন করবো।”

আর দলের অধিনায়ক মহম্মদ রফিক নাওরেম মহেশের প্রশংসা করে বলেন,”নাওরেম মাঝে মাঝে হতাশ হয়ে পড়ে।” দলের হয়ে ওর দ্বিতীয় গোলের পর রফিক নাওরেমকে জড়িয়ে ধরে কথা বলে, এই নিয়ে লাল হলুদ অদিনায়ক বলেন,”আমি (মহম্মদ রফিক) সিনিয়র ফুটবলার হিসেবে একজন জুনিয়র ফুটবলারকে সকল সময়ে মোটিভেট করে থাকি। গোল মিস করলেও তুমি(নাওরেম মহেশ) চেষ্টা চালিয়ে যাও।হাল ছেড়ে দিও না,হার্ড ওয়াক করে যাও, এটাই আমাদের দলের মূল শক্তি।”

নাওরেম মহেশ আর মহম্মদ রফিক দুজনেই আগামী ম্যাচ ২৪ জানুয়ারি সোমবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে লাল হলুদ সমর্থকদের আশ্বস্ত করতে এই বার্তা দেয় ‘👍’।