আইনশৃঙ্খলা নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের, নামতে পারে কেন্দ্রীয় বাহিনী

রাজ্য জুড়ে একের পর অশান্তির ঘটনা ঘটেই চলেছে। পরিস্থিতি বুঝে সরকার কেন্দ্রীয় বাহিনীর (central force) সাহায্য নিতেই পারে। সোমবার একটি মামলার শুনানিতে এমনটাই পরামর্শ দিল…

Internet closed in Howrah,

রাজ্য জুড়ে একের পর অশান্তির ঘটনা ঘটেই চলেছে। পরিস্থিতি বুঝে সরকার কেন্দ্রীয় বাহিনীর (central force) সাহায্য নিতেই পারে। সোমবার একটি মামলার শুনানিতে এমনটাই পরামর্শ দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।  একইসঙ্গে এদিন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে একটি রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। আগামী ১৫ জুনের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে রাজ্যকে।

সোমবার রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সেনা নামানোর জন্য আবেদন করেন তিনি।

আইনজীবী সুবীর সান্যাল বলেন, দোকানপাট ভাঙচুর হয়েছে। তাই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এদিন হাওড়া, মুর্শিদাবাদ এবং নদীয়ার কথা তুলে ধরা হয়। এই মামলায় বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের প্রসঙ্গ উত্থাপন করেন মামলাকারীদের আইনজীবী। সে সময় পরিস্থিতি সামলাতে সেনা নামানো হয়েছিল, এ কথা উল্লেখ করা হয়।

ওই মামলার শুনানিতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে, রাজ্য যদি মনে করে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, তা হলে তারা কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে।

সেই সঙ্গে হাই কোর্টের তরফে জানানো হয়েছে, কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে না নিশ্চিত করতে হবে রাজ্যের প্রশাসনকে। অশান্তির আবহ তৈরি হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমস্ত এলাকার ভিডিও ফুটেজ সংরক্ষণ করে রাখার নির্দেশও দিয়েছে আদালত। তা দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করতে হবে। সেই সঙ্গে গত কয়েকদিনের অশান্তিতে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে।

এদিন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, আমি নিজে ছিলাম ঘটনাস্থলে। আমি নিজে সাক্ষী। দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রীকে আটকে রাখার পর যদি আর্মি ডাকা যায় তাহলে এখানে নয় কেন? মুখ্যমন্ত্রী নিজে বলছেন, এখানে নয়, বিজেপি শাসিত রাজ্যে আন্দোলন করুন।