আইএফএর দেনা ৫০ শতাংশ কমিয়ে দিয়েছি, বলছেন সচিব জয়দীপ

তিন বছর সাফল্যের সঙ্গে কাজ করার পর আইএফএ ছেড়ে চলে যাচ্ছেন সচিব জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee)। তিনি সচিব হিসাবে দায়িত্ব নেওয়ার আগে আইএফএর আর্থিক অবস্থা…

IFA Secretary Joydeep Mukherjee has resigned

তিন বছর সাফল্যের সঙ্গে কাজ করার পর আইএফএ ছেড়ে চলে যাচ্ছেন সচিব জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee)। তিনি সচিব হিসাবে দায়িত্ব নেওয়ার আগে আইএফএর আর্থিক অবস্থা তেমন সচ্ছল ছিল না। কিন্তু জয়দেববাবু আসার পর আইএফএর আর্থিক অবস্থা অনেকটাই পাল্টে গিয়েছে। পাশাপাশি দেনার ভারও কমে গিয়েছে। আইএফর সঙ্গে যুক্ত যারা রয়েছেন তারাও নিয়মিত অর্থ পাচ্ছেন। তাই এমন একজন আইএফএ সচিব সরে যাওয়ায় অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন ।সকলেই আইএফএর ভবিষ্যত নিয়ে চিন্তায়।

যদিও জয়দীপবাবু মনে করেন সকলকে সুযোগ দেওয়া উচিত । তিনি আশা করছেন এরপর যিনি আসবেন তিনিও সাফল্যের সঙ্গে কাজ করবেন। আইএফএ ছেড়ে যাওয়া প্রসঙ্গে জয়দীপ বাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সত্যিই চলে যাব। চেষ্টা করেছি আইএফএর উন্নতি করার । প্রথম দিন থেকেই কাজ করে গিয়েছি। এবার সবাইকে সুযোগ দিতে চাই। তিন বছর সচিব হিসেবে দায়িত্ব সামলেছি। আশা করি এরপর যিনি আসবেন তিনিও একইভাবে এই দায়িত্ব সামলাবেন।’

আইএফএর দেনা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে বর্তমান সচিব বলেন, ‘ দেনা অনেক কমে গিয়েছে। আগের মতো আর্থিক সংকট আর নেই। প্রায় ১৪-১৫ কোটি টাকা দেনা ছিল । ফিফটি পার্সেন্ট কমিয়ে দিয়েছি।এখন ব্যাংকে এক কোটি টাকার মত রয়েছে। আশা করি কলকাতা লিগে কোনও সমস্যা হবে । ভালোভাবেই কলকাতা লিগ হয়ে যাবে এতে।’ তিন বছর কাজ করছেন এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘ দেখুন তিন বছর কাজ করেছি। এই তিন বছরে আমাদের আয় হয়েছে ভালোই। চেষ্টা করেছি ভালো কিছু করার।

উল্লেখ্য এর আগেও আইএফএ থেকে রিজাইন করেছিলেন জয়দীপবাবু ।যদিও ফুটবলের উন্নতির কথা ভেবে সেই পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছিলেন। এবার অবশ্য নিজের সিদ্ধান্তে অনড় সচিব। তাই মন খারাপ বাংলার ফুটবলপ্রেমীদের।