তিরি, রয় কৃষ্ণা কিংবা ডেভিড উইলিয়ামসের বদলে এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) কে আসবেন সে ব্যাপারে এখনই স্পষ্ট উত্তর নেই। মাঝে শোনা গিয়েছিল অস্ট্রেলিয়ার এক তারকা ফুটবলারকে বাগান নিতে চলেছে। যিনি অস্ট্রেলিয়ার জাতীয় দলেও খেলেছেন।
ময়দানের জল্পনা অনুযায়ী অস্ট্রেলিয়ার সেন্ট্রাল ডিফেন্ডার কার্টিস গুড কলকাতায় আসতে পারেন। তাঁর সঙ্গে বাগান কর্তাদের কিছু কথাবার্তা এগিয়েছে এমনটাও কেউ কেউ দাবি করেছিলেন। যদি সেটা সত্যি না মিথ্যা সে ব্যাপারে তখনই কিছু বলা যায়নি।
আরও একটু খোঁজ খবর নিয়ে জানা গেল যে কার্টিস গুডের এটিকে মোহন বাগানে যোগ দেওয়ার জল্পনার আদপে কোনো ভিত্তিই নেই। অর্থাৎ, দল বদলের বাজারে তাঁকে নিয়ে যে জল্পনা চলছিল বা চলছে সেটা সত্যি নয়।
তবু প্রশ্ন জাগে কে এই কার্টিস গুড? তিনি অস্ট্রেলিয়ার সেন্ট্রাল ব্যাক। সিনিয়র জাতীয় দলের হয়ে কিছু ম্যাচের অংশ নিয়েছেন। বয়সভিত্তিক জাতীয় দলেও খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও ক্লাব কেরিয়ারে একাধিক সম্মান অর্জন করেছেন ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার।