Purba Bardhaman: জামালপুরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, ১০ যাত্রী গুরুতর জখম

জাতীয় সড়কে নিমন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী গাড়ি পরপর ধাক্কা মারল একটি ডাম্পারের পিছনে। এই ঘটনা পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার জামালপুরে ঘটেছে। দুটি গাড়িতে থাকা…

জাতীয় সড়কে নিমন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী গাড়ি পরপর ধাক্কা মারল একটি ডাম্পারের পিছনে। এই ঘটনা পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার জামালপুরে ঘটেছে। দুটি গাড়িতে থাকা দশ যাত্রী গুরুতর জখম। তাদের চিকিৎসা চলছে বর্ধমানে। 

জামালপুরের মশাগ্রাম উড়ালপুল সংলগ্ন এলাকায়  জাতীয় সড়কের উপর একটি ডাম্পার দাঁড়িয়ে ছিল। জানা গিয়েছে, ওই ডাম্পাপারের পিছনে দুটি যাত্রীবোঝাই গাড়ি পরপর ধাক্কা মারে।  বিকট শব্দে এলাকাবাসী চমকে যান। প্রবল ধাক্কার কারণে দুটি গাড়ি তুবড়ে গেছে। খবর পেয়ে জামালপুর থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে।দুর্ঘটনার পর পুলিশের পাশাপাশি জাতীয় সড়কের কর্মীরা এসে যাত্রীদের উদ্ধার করেন।

   

কলকাতা থেকে আসছিল দুটি গাড়ি। সেই গাড়ি দুটির আগে ছিল ডাম্পার। অভিযোগ, ওই ডাম্পার চালক আচমকা ব্রেক কষতেই পিছনের দুটি গাড়ি পরপর ধাক্কা মারে। একটি গাড়ির যাত্রীরা হলেন মুর্শিদাবাদের কয়েকজন। আর একটি গাড়িতে আসছিলেন বেসরকরি সংস্থার দুই কর্মী। প্রথম গাড়িটি ডাম্পারের পিছনে ধাক্কা মারার পর তার পিছনে দ্বিতীয় গাড়িটি ধাক্কা মারে। জখম যাত্রীদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়