Job Scam: তৃণমূল আমলে তিন শতাধিক শিক্ষকের পোস্টিং দুর্নীতি, জেরা শুরু করল সিবিআই

শিক্ষক নিয়োগ দুর্নীতি (Job Scam) মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সরকারি আধিকারিক থেকে নেতা-মন্ত্রীরাও গ্রেফতার হয়েছেন। তদন্তে উঠে এসেছে পূর্বতন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই…

শিক্ষক নিয়োগ দুর্নীতি (Job Scam) মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সরকারি আধিকারিক থেকে নেতা-মন্ত্রীরাও গ্রেফতার হয়েছেন। তদন্তে উঠে এসেছে পূর্বতন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই ছিল বেআইনি নিয়োগের অফিস। নিয়োগ দুর্নীতির পাশাপাশি শিক্ষকদের পোস্টিং দেওয়া নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই বদলির পোস্টিংয়ের সেই দুর্নীতি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। পোস্টিং দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করল সিবিআই।

তদন্তের জন্য নির্দিষ্ট শিক্ষকদের ডেকে পাঠিয়েছে সিবিআই। ধাপে ধাপে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে তাদের। হাইকোর্টের নির্দেশে পোস্টিং দুর্নীতি মামলা তদন্তে জোরকদমে শুরু করছে সিবিআই। জানা গেছে, পোস্টিং দুর্নীতি মামলায় ৩৪৪ জনকে তলব করা হয়েছে। রাজ্যের ২ জেলার ডিআই দফতরে নোটিস পাঠিয়েছে সিবিআই। সোমবার থেকেই হাজিরা শুরু হচ্ছে।

   

ডিআই অফিসের আধিকারিকদের পাশাপাশি অর্থের বিনিময়ে পছন্দের পোস্টিং পাওয়া শিক্ষক-শিক্ষিকাদের জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সে জন্য তাদেরকে তলব করা হচ্ছে। কী করে পোস্টিং হয়েছে সে ব্যাপারে সকলের বয়ান রেকর্ড করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।