BJP: পঞ্চায়েত ভোটে নিরাপত্তা চেয়ে হাইকোর্টে গেলেন শুভেন্দু

আইন মেনে কাজ করছে না কমিশন। এই অভিযোগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর,আজ, বৃহস্পতিবারই তিনি হাই কোর্টে মামলা দায়ের করতে চলেছেন।

আইন মেনে কাজ করছে না কমিশন। এই অভিযোগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর,আজ, বৃহস্পতিবারই তিনি হাই কোর্টে মামলা দায়ের করতে চলেছেন।

বিরোধী দলনেতার অভিযোগ, স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, প্রার্থীদের মনোনয়নে বাধা ইস্যুতে বিকল্প পদ্ধতিতে প্রার্থীদের মনোনয়নে কোনও ব্যবস্থা নেয়নি কমিশন। তাই হাই কোর্টে কমিশনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার দাবি জানাবেন শুভেন্দু।

   

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর এলাকাগুলিতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। যে সমস্ত এলাকায় রাজ্য পুলিশের সংখ্যা কম থাকবে সেখানে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী। যেখানে কেন্দ্রীয় বাহিনী নেই, সেখানে ভোটকর্মীদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে রাজ্য পুলিশ, রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে।

শান্তিপূর্ণ ভাবে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করার সব দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। কমিশনের এই প্রতিক্রিয়ার বিরুদ্ধে আদালতে যাচ্ছেন শুভেন্দু।

উল্লেখ্য, আগামী ৮ জুলাই রাজ্যে ২২টি জেলার ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩টি আসনে ভোট করার উদ্দেশে বর্তমানে মনোনয়ন জমার কাজ চলছে। সঙ্গে নির্বাচন হবে ৯২৮টি জেলা পরিষদ ও ৯ হাজার ২১৭টি পঞ্চায়েত সমিতির আসনে। বৃহস্পতিবারই মনোনয়ন প্রক্রিয়ার শেষদিন।