Heatwave: তাপপ্রবাহ শুরু, প্রকৃতিও বলছে ছাতা নিয়ে বাইরে যেতে

তাপপ্রবাহের (Heatwave) পূর্বাভাস রয়েছে অধিকাংশ জেলায়। আগামী ৪ দিন তাপমাত্রা বাড়বে এবং অস্বস্তিকর গরমে নাজেহাল হতে চলেছেন রাজ্যবাসী। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া…

তাপপ্রবাহের (Heatwave) পূর্বাভাস রয়েছে অধিকাংশ জেলায়। আগামী ৪ দিন তাপমাত্রা বাড়বে এবং অস্বস্তিকর গরমে নাজেহাল হতে চলেছেন রাজ্যবাসী। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। বাঁকুড়া-পুরুলিয়ার পাশাপাশি বীরভূম-পশ্চিম বর্ধমানে তাপমাত্রার পারদ ঊর্দ্ধমুখী থাকবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্হিতি থাকবে বলে জানানো হয়েছে।

পাশাপাশি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তরের দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুত্ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টির পূর্বাভাস থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে অত্যাধিক। বাড়ি থেকে বেরোনোর আগে সতর্ক থাকতে হবে রাজ্যবাসীকে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে উত্তর-পশ্চিমের শুকনো ও গরম হাওয়ার দাপটের জন্য আজ থেকেই তাপমাত্রা হু হু করে বাড়বে। আগামী ৪-৫ দিনে ন্যূন্তম ২-৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে।

পারদ সূচক প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস, আরও বাড়বে। গতকাল বুধবারের তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। হাওইয়া অফিস সূত্রে জানা গিয়েছে আপেক্ষিক আর্দ্রতা ৮৮ শতাংশের বেশি।