মমতার পরাজয় হয়েছিল নন্দীগ্রামে, অভিষেকের পদযাত্রায় এলাকা সরগরম

নবজোয়ার কর্মসূচি নিয়ে পূর্ব মেদিনীপুরেরন ন্দীগ্রামে (namdigram) অভিষেক। জেলা তৃণমূল (TMC) সূত্রে খবর দীর্ঘ ২০ কিলোমিটারের পদযাত্রা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) অভিষেক…

নবজোয়ার কর্মসূচি নিয়ে পূর্ব মেদিনীপুরেরন ন্দীগ্রামে (namdigram) অভিষেক। জেলা তৃণমূল (TMC) সূত্রে খবর দীর্ঘ ২০ কিলোমিটারের পদযাত্রা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়। পদযাত্রায় জমায়েত করে মানুষের কাছে তুলে ধরা হবে নতুন বার্তা।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে গণনার দিন নন্দীগ্রাম থেকে একবার ঘোষণা করা হয় জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর লোডশেডিং হয়ে যায়। আবার গণনা হয়। তখন জয়ী ঘোষণা করা হয় বিজেপির শুভেন্দু অধিকারীকে। এখন যিনি রাজ্যের বিরোধী দলনেতা। নন্দীগ্রাম থেকে পরাজিত হন মমতা। এখানে লড়াই করে সিপিআইএমের মীনাক্ষী মুখার্জির রাজ্য জুড়ে পরিচিতি।

মমতার হারা কেন্দ্রেই পদযাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রচার পর্বে তাঁকে পায়ে চোট পেতে হয়।‌ ভাঙা পায়ে হুইলচেয়ারে বসে প্রচার করে ‘খেলা হবে’ স্লোগান বাংলা জুড়ে ছড়িয়ে দিয়েছিলেন তিনি। এই নন্দীগ্রামে সামান্য ভোটে পরাজিত হন তিনি। তবে গণনা নিয়ে এখন মামলা চলছে। নন্দীগ্রামে ভোট গণনা কেন্দ্রে বিজেপি কারসাজি করেছিল বলে অভিযোগ উঠেছে।

নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড-শো। চণ্ডীপুর ক্রিকেট গ্রাউন্ড থেকে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড পর্যন্ত এই পদযাত্রা হবে।  এই পদযাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তার মোড়ে মোড়ে পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। জেনে নেবেন তাঁদের সমস্যার কথা।

এই দীর্ঘ পথ পুরোটাই হেঁটে যাবেন ডায়মন্ডহারবারের সাংসদ। ধর্মীয় স্থান পরিদর্শন, স্থানীয় দোকানদার এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা, চা খাওয়ার পর্ব সবটাই থাকছে। নন্দীগ্রাম আন্দোলনকারী শহিদ পরিবারের সঙ্গেও কথা বলবেন অভিষেক।