Ratha Yatra: চলেই এল রথযাত্রা! তার আগে জগন্নাথ দেবের স্নানযাত্রা কবে?

সকলের মনেই প্রশ্ন যে এই বছর রথযাত্রা (Ratha Yatra) কবে? রথযাত্রা প্রথম অনুষঙ্গ শুরু হয় স্নানযাত্রা দিয়ে। স্নানযাত্রার (Snana Yatra) দিনটা প্রায় এসেই গিয়েছে। এই…

সকলের মনেই প্রশ্ন যে এই বছর রথযাত্রা (Ratha Yatra) কবে? রথযাত্রা প্রথম অনুষঙ্গ শুরু হয় স্নানযাত্রা দিয়ে। স্নানযাত্রার (Snana Yatra) দিনটা প্রায় এসেই গিয়েছে।

এই বছর স্নানযাত্রা পড়েছে আগামী রবিবার অর্থাৎ ৪ জুন। স্নানযাত্রা (Snana Yatra) একটি বিশেষ অনুষ্ঠান যেদিন জগন্নাথ দেব (Lord Jagannath) , তাঁর ভাই বলরাম (Lord Balaram) ও বোন সুভদ্রাকে (Goddess Subhadra) স্নান করানো হয়।

রথযাত্রার ১৮ দিন আগে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে আনুষ্ঠানিক ভাবে জলস্নান করানো হয় এবং এই অনুষ্ঠানটি স্নানযাত্রা নামে পরিচিত। এই বিশেষ দিনে জগন্নাথ মন্দিরের উত্তর দিকের কূপ থেকে ১০৮ কলস জল তুলে ভগবানকে স্নান করার হয়।

বলা হয় ঠান্ডা জলে স্নান করে জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। এই কারণেই ১৫ দিন পর্যন্ত ভক্তদের দর্শন দেন না। ১৫ দিন পর ফিরে এসে ভক্তদের দর্শন দেন এবং এই অনুষ্ঠানকে নেত্রোৎসব বলে। এর পরের দিনই পালিত হয় রথযাত্রা। এই বছর রথযাত্রা ২০ জুন পড়েছে।

তিনটি রথ থাকে জগন্নাথ যাত্রায়। সেগুলি হল নন্দীঘোষ (জগন্নাথ), তালধ্বজ (বলরাম) এবং দর্পদলান (সুভাদ্রা)। রথযাত্রা শেষ হয় গুন্ডিচা মন্দিরে যেখানে জগন্নাথ, বলরাম, সুভাদ্রা বাস করেন ৯ দিন।