Howrah: মাথায় বন্দুক ঠেকিয়ে চুরি লক্ষাধিক টাকার সোনার গয়না

হাওড়ার (Howrah) শ্যামপুরে দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি। ক্রেতা সেজে দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি। দোকান থেকে চার লক্ষ টাকার সোনা নিয়ে চম্পট দেয় তারা।…

হাওড়ার (Howrah) শ্যামপুরে দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি। ক্রেতা সেজে দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি। দোকান থেকে চার লক্ষ টাকার সোনা নিয়ে চম্পট দেয় তারা। এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে।

এ বিষয়ে দোকানের মালিক জানিয়েছেন, দুপুরে ক্রেতা সেজে দুজন ব্যক্তি তাদের দোকানে আসেন। এরপর তারা কিছু সোনার অলংকার দেখতে চায়। এবং দোকানদার সেগুলো বের করে তাদের দেখায়। এরপর চলতে থাকে কথোপকথন। এই পড়েই তারা একটি সোনার হার দেখতে চায়। এই সোনার হার বের করতে গিয়ে দোকানদার যখন পেছনে ঘোরে, তখন ওই দুই ব্যক্তি আগ্নেয়াস্ত্র দেখিয়ে সামনে থাকা সোনার গয়না গুলো নিয়ে চম্পট দেয়।

   

জানা গিয়েছে, সেখানে মোট ৬৫ গ্রামের মতো সোনা ছিল যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। গয়না নিয়ে তারা একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

দোকানদার এই বিষয়ে বলেন, ” প্রথমেই দুজন এসে বলে রুপোর হার আছে। হার এবং চামচ নিয়ে তারা আমায় ৫০০ এবং ৭০০ টাকা দিল ২০ টাকা ফেরত দিলাম। দেওয়ার পর বলছে কানের রিং আছে? তারপর আমায় বন্দুক দেখিয়ে ধাক্কা মেরে কৌটোর মধ্যে থেকে সব সোনা নিয়ে চলে যায়। এরপরে পুলিশে খবর দেওয়া হয় কিন্তু এখনো তাদের খোঁজ পাওয়া যায়নি”।