NPCI: বিদেশে ঘুরতে গিয়ে পেমেন্ট করা এখন সহজ! গোটা বিশ্বে চলবে UPI

অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ইউপিআই (UPI System) ভারতে একটি জনপ্রিয় পেমেন্ট সিস্টেম, যা দেশের প্রায় সকলেই ব্যবহার করেন।তবে কয়েকটি দেশ ব্যাতিত ভারতের বাইরে ইউপিআই চলে না,…

অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ইউপিআই (UPI System) ভারতে একটি জনপ্রিয় পেমেন্ট সিস্টেম, যা দেশের প্রায় সকলেই ব্যবহার করেন।তবে কয়েকটি দেশ ব্যাতিত ভারতের বাইরে ইউপিআই চলে না, সেক্ষেত্রে অনেকের সমস্যায় পড়তে হয়। তবে এটি আর হবে না, কারণ বিদেশেও এবার ভারতের ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করা যাবে। এবার ভারতের ইউপিআইকে বিদেশে জনপ্রিয় করতে গুগল পে সার্ভিস এনপিসিআই-এর সঙ্গে চুক্তি করল।

গুগল পে, ফোনপে এবং পেটিএম এই ইউপিআই সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি, যা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই-এর অধীনে কাজ করে। এনপিসিআই ও গুগল পে’র চুক্তির পর বিদেশে ভ্রমণকারীরা গুগল পে’র সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও, এই চুক্তির উদ্দেশ্য দেশের বাইরে অন্যান্য দেশে ইউপিআই-এর মতো ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করা। এটি ভারতের বাইরে অনলাইনে লেনদেন করা সহজ করে তুলবে।

   

এই চুক্তির পর ভারতের বাইরে গোটা বিশ্বে ইউপিআই-এর শক্তি বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। বিদেশিরাও এই প্লাটফর্ম ব্যবহার করে পেমেন্ট করতে পারবে। এরফলে ইউপিআই চালিত অ্যাপ গুগল পে-র ব্যবহারও সর্বত্র বৃদ্ধি পাবে।

ইউপিআই ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফারের সুবিধা দেয়। এই পরিষেবাটি মোবাইল-টু-মোবাইল পেমেন্ট ট্রান্সফারের সঙ্গে জড়িত, যার অধীনে গুগল পে, ফোনপে এবং পেটিএমের মতো অনেক থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে কাজ করে। এনপিসিআই এর জন্য সমস্ত গাইডলাইন তৈরির কাজ করে।