Attack On ED: সিবিআই-পুলিশের ‘সিট’ খুঁজবে বেপাত্তা শাহজাহানকে

তৃণমূল নেতা ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ মৎস্য কর্মাধক্ষ্য শেখ শাহজাহানকে খুঁজব পুলিশ ও সিবিআই। এমনই নির্দেশ আদালতের। গঠিত হলো সিট। গত ১১ দিন…

Sandeshkhali

তৃণমূল নেতা ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ মৎস্য কর্মাধক্ষ্য শেখ শাহজাহানকে খুঁজব পুলিশ ও সিবিআই। এমনই নির্দেশ আদালতের। গঠিত হলো সিট। গত ১১ দিন ধরে নিখোঁজ শাহজাহান। তার বিরুদ্ধে ইডি তদনকারীদের মারধর (Attack on ED) করার হুকুম দেওয়ার অভিযোগ আছে।

আদালতের নির্দেশে গঠিত সিটে সিবিআই এবং রাজ্য পুলিশের এসপি পদমর্যাদার অফিসার থাকবেন। আদালতের নির্দেশ সিট চাইলে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের সাহায্য নিতে পারবে। বৃহস্পতিবারের মধ্যে সিটকে যাবতীয় নথি দিয়ে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

রেশন দুর্নীতির তদন্তে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের একট চিঠির সূত্র ধরে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তদন্ত করতে গেছিল ইডি। জেলাপরিষদ মৎস্য কর্মাধক্ষ্য শেখ শাহজাহানের  বাড়িতেই রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তাদের। তাদের ওপর হামলা চালায় শেখ শাহজাহানের অনুগামীরা। গুরুতর আহত হন ৩ আধিকারিক। একজনের মাথাও ফেটে যায়। সেই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই সরগরম গোটা রাজ্য রাজনীতি। যাকে ঘিরে এক ঘটনা, সেই শেখ শাহজাহানের কিন্তু এখনও পর্যন্ত টিকি খুঁজে পায়নি পুলিশ। তবে সে গোপন ডেরা থেকে বার্তা দিয়েছে, যদি দোষ প্রমাণ হয় তাহলে নিজের মুন্ডু নিজেই কাটবে।